রাস্তায় একা পেয়ে ঘিরে ধরলো চারটি কুকুর, তারপর যা হল… ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন

Published on:

Published on:

Viral Video four dogs attacked a young woman walking on the street what happened next

বাংলা হান্ট ডেস্ক: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তরুণী। তাঁকে দেখে একদল সারমেয় ছুটে আসে। আচমকা কুকুরগুলোকে ছুটে আসতে দেখে ভয় পেয়ে যায় তরুণীটি। এমনকি রাস্তায় ভয় পেয়ে ফুটপাতের ওপর উঠে বসে তরুণী। কিন্তু ততক্ষণে কুকুরগুলো তাকে ঘিরে ধরেছে। পাশাপাশি তরুণীকে কামড়াবার চেষ্টাও করছে তারা। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সমাজ মাধ্যমে (Social Media)। (ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

তরুণীকে রাস্তায় একা পেয়ে ঘিরে ফেলল চারটি সারমেয়, ভাইরাল ভিডিও (Viral Video)

সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় এক তরুণীকে একা পেয়ে চার সারমেয় দলবেঁধে আক্রমণ করতে ছুটে এসেছে। এই ঘটনায় তরুণী যথারীতি ভয় পেয়ে যায়। কুকুরগুলির হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে তরুণী। এই ঘটনাটি ঘটেছে ইন্দোরে।

‘ইনকগনিটো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক তরুণীকে দল বেঁধে আক্রমণ করতে দৌড়ে আসছে চারটি সারমেয়। পাশাপাশি তরুণীকে অনবরত কামড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুকুর গুলোর ভয়ের চোটে তরুণী হাত-পা ছুড়তে থাকে। পড়ে কুকুরগুলি সরে গেলে তিনি রাস্তায় বসে ভয়ে কাঁদতে শুরু করে দেন। পরে আবার কুকুরগুলি তাঁকে আক্রমণ করতে দৌড়লে তরুণীর দৌড় দেয়।

Viral Video four dogs attacked a young woman walking on the street what happened next

আরও পড়ুন: কিছুতেই কমছে না কোলেস্টেরল? সকালে উঠেই করুন এই সহজ কাজটি, পরিষ্কার থাকমে ধমনী

সেই ভিডিওতে দেখা গেছে দ্বিতীয়বার তরুণী যখন দৌড়াই তখন সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল তার এক বান্ধবী। বিপদ বুঝতে পেরে রাস্তা থেকে পাথর কুড়িয়ে সারমেয়গুলিকে লক্ষ্য করে মারতে শুরু করে তার বান্ধবী। এরপর কুকুরগুলি ভয় পেয়ে পালায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পেয়েছে লক্ষাধিক ভিউজ। পাশাপাশি এই ভিডিওটি দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন এই ভিডিও দেখে লেখেন, ঘটনাটি সত্যি খারাপ। তরুণীটিকে দেখে কষ্ট হচ্ছে। আশা করি তিনি গুরুতরভাবে আঘাত পাননি।