ভাইরাল ভিডিও: দুই গাড়ির মাঝে দাঁড়িয়ে দুরন্ত স্টান্ট,নেট পাড়ার মন কেড়েছেন এই সুন্দরী

বাংলাহান্ট ডেস্কঃ অজয় দেবগণ অভিনীত প্রথম ছবি ‘ ফুল অউর কাঁটে ‘ ছবিতে দুটি চলন্ত বাইকে অসাধারণ স্প্লিট করতে দেখা যায় অভিনেতাকে। তারপর বার বার অনেক ছবিতে এই স্টান্টটি করতে দেখা গেছে অজয় দেবগণকে। এবার সামাজিক মাধ্যমে দুটি গাড়ির মাঝে একই স্টান্ট করে ভাইরাল (viral) হলেন পোল্যান্ডের সুন্দরী।

20200621 153726

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। এবার নেটপাড়ায় সমস্ত আকর্ষণের কেন্দ্রে পোল্যান্ড গট ট্যালেন্টের অষ্টম সিজনের বিজয়ী আলেকজান্ডার কিদ্রভিক্স।

https://www.instagram.com/p/BTCBhRYj9PI/?igshid=1v06cd741ugl4

https://www.instagram.com/p/Bdbi1bfjt5M/?igshid=vn06aw7rok45

ইন্সটাগ্রামের আলেকজান্ডার এর বহু স্টান্ট দেখা গেলেও ভাইরাল ভিডিওটি সত্যিকার অর্থেই ‘ভয়ানক সুন্দর’। দুটি গাড়ির মাঝখানে স্প্লিট করতে দেখা যায় তাকে। সঙ্গে সঙ্গে একটি গাড়িকে পিছনের দিকে পেছাতে দেখা যায়। যা দেখে আপনি শিউরে উঠলেও সব শেষে আপনার মুখে হাসি ফুটবেই।

https://www.instagram.com/p/CAqhmVQATaA/?igshid=gb7cm20k6d3d

https://www.instagram.com/p/CAvYZbDgPUu/?igshid=3ho00qqqkz6b

ক্যাপশনে আলেকজান্ডার লিখেছেন, নতুন কিছু পাগলামি, শুধুই মজা করার জন্য। সুন্দরীর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ৮১,০০০ বারের বেশী দেখে ফেলেছেন নেটিজেনরা৷ ৯ হাজারের কাছাকাছি মানুষের পছন্দও হয়েছে।

https://www.instagram.com/p/CAjC9_-gMJF/?igshid=1d94t4srjp9p6

 

সম্পর্কিত খবর