ঝাঁটা হাতে নিজেই সাফ করছেন রাস্তা, মানবিক ট্রাফিক পুলিশের ভাইরাল ভিডিও কাড়ছে সবার নজর

বাংলাহান্ট ডেস্ক : জনবহুল রাস্তায় হাজার গাড়ির চলাচল। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে রোদ-জল-গরমকে পাত্তা না দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ট্রাফিক পুলিশ। এটা আমাদের চোখে খুবিই সাধারণ বিষয়। কিন্তু এবার দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। যাতায়াতের রাস্তাকে আরও সুন্দর করতে এক ট্রাফিক পুলিশ হাতে তুলে নিলেন ঝাঁটা।

রাস্তায় ছড়ানো রয়েছে ইঁট পাথর। তার ফলে কমাতে হচ্ছে গাড়ির গতি। ট্রাফিক পুলিশ যাত্রীদের সাহায্য করার জন্য ব্যস্ত রাস্তা পরিষ্কার করতে হাতে নিলেন ঝাঁটা। নিমেষের মধ্যে দক্ষ হাতে সাফ করলেন রাস্তা। রাস্তায় পড়ে থাকা ইঁট কাঠ পাথর টায়ার পাংচার করতে পারে, ঘটাতে পারে দুর্ঘটনাও। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। ভিডিও দেখে ওই ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানাচ্ছেন নেট নাগরিকরা। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ছত্তিশগড় ক্যাডারের আইএএস অফিসার অবনীশ শরণ।

   

একজন ট্রাফিক পুলিশের কর্তব্য দক্ষতার সঙ্গে যানবাহন চলাচলকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু পুলিশও আছে, যারা নিয়মিত কাজের বাইরে গিয়েও মানবতার জন্য অসামান্য অবদান রাখেন। ভাইরাল হওয়া ভিডিওতে একজন গোলাপি জামা পরা ভদ্রলোককে দেখা যাচ্ছে। ওই ব্যক্তি লাল আলো সবুজ হয়ে গেলে গাড়ি চালকদের একটু ধীর গতিতে গাড়ি চালানোর নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি তাদের পথও দেখাচ্ছেন এবং ট্রাফিক পুলিসকে ফের রেড সিগন্যাল হলে আবার পাথর সরাতে বলছেন।

যাত্রীদের নিরাপত্তায় এমন পদক্ষেপ করার জন্য মানুষ ওই ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মানবতা যে কর্তব্যের থেকে অনেক বড়ো তা আরও একবার আবার প্রমাণিত হল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর