বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশ ভারতবর্ষে “বৈচিত্র্যের মধ্যে ঐক্য” স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। পাশাপাশি, দেশের জনগণের মধ্যেও যেন সেই একতা আজও চলে আসছে ঠিক একইরকম ভাবে। যুগের পর যুগ ধরে এখানে জাতপাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষরা বসবাস করে আসছেন নিজেদের মত করেই।
যদিও, সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় উষ্কানীমূলক ঘটনা ঘটলেও এবার এমন এক ঘটনা সামনে এসেছে যা কার্যত মনে করিয়ে দিয়েছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত লাইন “মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান”! পাশাপাশি, সমস্ত জাতপাতের সঙ্কীর্ণ নাগপাশকে ছিন্ন করে সবার আগে যে মানবিকতাই গুরুত্ব পায় তাও স্পষ্ট ফুটে উঠেছে বর্তমানে সামনে আসা একটি ভিডিওতে।
এছাড়াও, ওই ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে একজন মুসলিম মহিলাকে সাহায্যের জন্য ছুটে আসছেন এক বহুরূপী ব্যক্তি। যিনি তখন ভগবান হনুমানের রূপে ছিলেন। আর এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যম আমাদের কাছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন নিত্য-নতুন হাজার হাজার ভাইরাল ভিডিও আমরা দেখতে পাই।
মূলত, মনোরঞ্জনের জন্য ওই ভিডিওগুলি আমরা দেখলেও সেখানে মাঝে মাঝে এমন কিছু ভিডিও উপস্থিত হয় যা খুব সহজেই জিতে নেয় সকলের মন। পাশাপাশি, ভিডিওতে থাকা দৃশ্যগুলি যেন নতুন ভাবে ভাবতে শেখায় সকলকেই। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন মুসলিম মহিলা রাস্তার একপাশ বরাবর হাঁটতে হাঁটতে তাঁর মাথার ওপর একটি ঝুড়ির মত জিনিসে কিছু ফল এবং সবজি নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায়, হঠাৎই ওই ঝুড়িটি নিচে পড়ে গিয়ে সেখানে থাকা সব ফল এবং সবজি রাস্তায় ছড়িয়ে যায়। মূলত, ওই মহিলা অত্যধিক ক্লান্ত থাকায় এই ঘটনাটি ঘটে।
এদিকে, এই ঘটনার পর তাঁর উদ্দেশ্যে কেউ সাহায্যের হাত না বাড়িয়ে দিলেও সেখানে উপস্থিত হন স্বয়ং ভগবান হনুমান! আসলে ওই মুহূর্তেই রাস্তা দিয়ে একজন বহুরূপী হনুমানের সাজে সজ্জিত হয় যাচ্ছিলেন। ওই মহিলার এহেন দুরবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তারপর রাস্তা থেকে সমস্ত জিনিস তুলে সেই ঝুড়িতে রেখে দেন ওই ব্যক্তি।
ये मुस्लिम महिला सर पर भारी बोझ ले जा रही थी. गिरा, तो हनुमान जी ने मदद की और सामान साइकिल पर रखा. मुस्लिम महिला ने उनकी गदा पकड़ी
ऐसी है भारत की शक्ति को बढ़ाने की ताकत🇮🇳🇮🇳🇮🇳
बहकावे में आकर दंगे न करें. सौहार्द्र बढ़ायें. कल ईद व अक्षयतृतीया दोनो की बधाई दें / लें
साभार फ़ेसबुक pic.twitter.com/VQIxD2A7ij— Wg Cdr Anuma Acharya (Retd) (@AnumaVidisha) May 2, 2022
পাশাপাশি, বিপদে এভাবে সাহায্যের জন্য ওই বহুরূপী ব্যক্তিকে ওই মুসলিম মহিলাটি একটি ফল উপহারস্বরুপ দেন। এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই, @AnumaVidisha নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পাশাপাশি, ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং দর্শকসংখ্যা। এছাড়াও, বর্তমান সময়ে এমন অপরূপ সম্প্রীতির নজির দেখে অভিভূত হয়েছেন সকলেই। পাশাপাশি, ওই বহুরূপী ব্যক্তি যেভাবে ভিডিওটিতে থাকা মুসলিম মহিলাটিকে সাহায্য করলেন তা দেখে নেটিজেনরা তাঁকে কুর্ণিশও জানিয়েছেন।