ছোট্ট যাত্রীর বড় অভিজ্ঞতা! বিমানে বাবার কোলে খুদে, ককপিট দর্শনের মুহূর্ত ক্যামেরাবন্দি, ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Viral Video holding her father's hand; the little one's first airplane journey goes viral
Follow

বাংলা হান্ট ডেস্ক: মায়ের কোলে ছটফট করছিল দুধের সন্তান। কারণ, প্রথমবার বিমানে উঠবে। তার ওপর সেই বিমান চালাবেন তার বাবা। এবং বিমানে ওঠার সময় বাবাকে দেখতে পান সেই খুদে। পাশাপাশি খুদে পরনে ছিল পাইলয়ার্ড ইউনিফর্ম। এবার প্লেনে উঠে বাবাকে দেখে যথারীতি বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল শিশুটি। বাবা ও তাকে কোলে নিয়ে ককপিটের ভেতরে ঢুকলেন। বাবা ছেলের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন মা। আর সেই ভিডিও সমাজমাধ্যমে বর্তমানে ছড়িয়ে পড়েছে (Viral Video)। [যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট]।

আকাশে বাবার হাত ধরে স্বপ্নের শুরু, খুদের প্রথম বিমানসফর ভাইরাল (Viral Video)

ভাইরাল হওয়া ভিডিওটি ‘হেল্থকোচগুনা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও (Viral Video) পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, বাবার কোলে বসে পা দুলিয়ে যাচ্ছে এক শিশু। বিমানের ককপিটের ভিতর বসে রয়েছে সে। তার বাবা পেশায় পাইলট।

Viral Video holding her father's hand; the little one's first airplane journey goes viral

আরও পড়ুন: চেনা পাহাড়ের আড়ালে অচিন গ্রাম, শীতের ছুটিতে ঘুরে আসুন তুরুক

শিশুটির জীবনের প্রথম বিমানসফর। সেই বিমানের পাইলট আবার তার বাবা। ককপিটের ভিতর বসে হাসিমুখে, চোখ বড় বড় করে চারদিকে তাকাচ্ছে শিশুটি। আনন্দের এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছেন তার মা। আর সেই ভিডিওটি সমাজ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

জানা যায় তরুণ পাইলটের নাম আকাশ খান্না। তার স্ত্রী গুঞ্জন আপ্পে বাবা ও ছেলের এই মিষ্টি মুহূর্তর ভিডিওটি তুলে রেখেছিলেন। ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় দিলেই সেটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাইরাল হয় এই ভিডিওটি।

ভিডিওটি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অধিকাংশ নেটিজেনরা। এমনকি এক নেটাগরিক আবার মজা লিখেছেন এ যে দেখছি সবচেয়ে কম বয়সী কো পাইলট, এই ভিডিওটি সব থেকে মিষ্টি। পাশাপাশি এই ভাইরাল হওয়া ভিডিওটি লক্ষাধিক ভিউস পেয়েছে (Viral Video)।