সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ঝুমা বৌদির হট গানের ভিডিও, হল ব্যাপক ভাইরাল

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ভোজপুরি সিনেমার বিখ্যাত গায়ক তথা হিরো পবন সিং (Pawan Singh) আর দুপুর ঠাকুরপো খ্যাত ঝুমা বৌদি (Jhuma Boudi) তথা মোনালিসার (Monalisa) নতুন হট গানের ভিডিও খুব ভাইরাল (Viral Video) হচ্ছে। পবন সিং আর মোনালিসার জুটি ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রিতে খুবই বিখ্যাত। এই দুই তারকাই অনেক সিনেমা আর গানে একসাথে কাজ করেছেন। পবন সিংকে ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘রোমান্স কিং” ও বলা হয়।

জানিয়ে দিই, এবার পবন সিং আর মোনালিসার একটি ভোজপুরি রোমান্টিক গান ‘পালা সটাকে” ইউটিউবে ট্রেন্ড করছে। এই গানে দুজনকেই রোমান্স করতে দেখা গিয়েছে। পবন সিং আর ঝুমা বৌদির রোমান্টিক কেমিস্ট্রি নেটিজেনরা খুব পছন্দ করছে। অভিনেত্রী মোনালিসাকে এই গানে হট অবতারে দিখা গিয়েছে।

Actress Monalisa loves to tap the power of digital media to connect with fans.

সম্পর্কিত খবর

X