viral video : প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গিয়েছে। বৃষ্টির মধ্যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। সেখানে কুমীর দেখতে পাওয়া কোনো নতুন ঘটনা নয়। প্রতিদিনই কুমীরের দেখা পাওয়া যায়। তবে এই যে কুমীরটির দেখা পাওয়া গিয়েছে সেটি অন্যান্য থেকে অনেকটাই বড়। যেন মনে হচ্ছে জুরাসিক যুগ থেকে সরাসরি আজকের পৃথিবীতে চলে এসেছে।
ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে গেলেও অনেকেই এই ভিডিওটিকে ভুয়ো ভেবেছিল। কিন্তু এই ভিডিওটি আসল। বিশেষজ্ঞরা বলছেন, এতো বড় কুমীর দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। কুমীরটি আকার স্বাভাবিকের চেয়ে বেশি বড়। ভ্যালেনসিয়া ও কান্ট্রি ক্লাবের কাছে জেফ জোনস সেই বিশালাকার প্রাণীর ভিডিও করেছেন।
এই কুমীরটিকে নিয়ে সেখানকার সংবাদপত্রেও লেখালেখি করছে। সেখানে এর আয়তনের জন্য একে ডাইনোসরের বাচ্চা বলা হয়েছে। সংবাদ পত্রের পাশাপাশি নেটদুনিয়াও এই কুমীরকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রচুর শেয়ার হয়েছে ভিডিওটি। নানান মন্তব্য করছেন নেটিজেনরা।
https://twitter.com/ZachAbolverdi/status/1326894947841290240?s=20