রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে দৌড়ে ২ কিলোমিটার ট্র‍্যাফিক জ্যাম সরালেন পুলিশকর্মী : ভাইরাল ভিডিও

viral video : পুলিশ হোক বা ট্র‍্যাফিক পুলিশ নেট দুনিয়া বারবার ভাইরাল ভিডিও এর দৌলতে দেখেছে তাদের অমানবিক মুখ। কিন্তু সম্প্রতি এক ট্র‍্যাফিক পুলিশ রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে যা করলেন তা দেখে তাকে কুর্ণিশ জানাচ্ছেন গোটা দেশ। নেটদুনিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও।

images 2020 11 05T165000.645

হায়দরাবাদ ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল জি বাবজি, আবিদ রোড থেকে কোটি পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার জ্যাম সরিয়ে এক্ট  অ্যাম্বুলেন্সকে  হাসপাতালে সময়মতো পৌঁছে দিতে  সক্ষম হয়েছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। প্রশংসা উপচে পড়ে মন্তব্য বাক্সে।

সোমবার সন্ধ্যায়  বাবজি ব্যাংক স্ট্রিট এন্ডে ডিউটিতে ছিলেন তখন দেখেন ট্র‍্যাফিক জ্যামের মধ্যে এক অ্যাম্বুলেন্স রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে পথ খুঁজছে।

তিনি বলেন “আমি যখন অ্যাম্বুলেন্সটি দেখি তখন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে আমি মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলাম।  আমি ছুটে গেলাম এর দিকে এবং ভিতরে দেখলাম একজন রোগী।  অ্যাম্বুলেন্সে যারা উপস্থিত ছিলেন তারা অনেক আশা নিয়ে আমার দিকে চেয়েছিলেন, ”

সাথে সাথেই তিনি অ্যাম্বুলেন্সের সামনে দৌড়াতে শুরু করেন এবং সমস্ত গাড়িয়ে সরিয়ে দিতে থাকেন। অবশেষে প্রায় দুই কিলোমিটার দৌড়ে তিনি রোগীকে হাসপাতালে পৌঁছে দেন। ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেটপাড়ায় উপচে পড়েছে এই পুলিশ কর্মীর প্রশংসা।

https://youtu.be/tZHC11w0d_Q


সম্পর্কিত খবর