জলের তলায় শাহরুখের গানে তুমুল নাচ যুবকের, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটপাড়া

Last Updated:

viral video : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও আমাদের ভাবিয়ে তুললেও বেশ কিছু আমাদের যথেষ্ট আনন্দ দেয়। সম্প্রতি জলের নীচে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার একটি গানে নেচে তুমুল ভাইরাল হয়েছেন এক যুবক।

জয়দীপ গোহিল নামের এই গুজরাতি যুবকের ইন্সটাগ্রাম একাউন্টটির নাম ‘হাইড্রো ম্যান’। তিনি নিজেকে ভারতের প্রথম আন্ডারওয়াটার ডান্সার বলে দাবি করেন। ভাইরাল ভিডিওতে তাকে পুলের নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। গানের তালে তালে তুমুল নাচতে থাকেন তিনি। একের পর এক অসাধারণ স্টেপে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। এমনকি জলের নীচে তাকে ব্যাকফ্লিপ করতেও দেখা যায়।

গোহিল তার এই নাচের ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করতেই তুমুল ভাইরাল হয়ে যায়। প্রায় ৩.৫ মিলিয়ন লোক দেখে ফেলেছে এই ভিডিওটি। প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। বয়ে যাচ্ছে লাইক কমেন্টের বন্যা।

তবে জলের নীচে এটিই গোহিলের প্রথম নাচ নয়৷ এর আগেও তার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ইন্সটাগ্রামে প্রায় ৩.৪০ মিলিয়ন মানুষ তাকে ফলো করেন।

 

View this post on Instagram

 

A post shared by Hydroman (@hydroman_333) on

X