তুমুল বৃষ্টি চারিদিকে! তবুও আরতির সময় এক ফোঁটাও জল পড়ল না জগন্নাথদেবের রথে! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভগবান আছেন কি নেই এই নিয়ে তর্ক চলে আসছে বহু যুগ ধরেই। এমনকি, আগামী প্রজন্মতেও থেকে যাবে এই তর্কের রেশ। তবে, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলিতে কার্যত স্পষ্ট হয়ে যায় সর্বশক্তিমানের উপস্থিতি। শুধু তাই নয়, সেই সব ঘটনাগুলির কোনো ব্যাখাও খুঁজে পাওয়া যায় না।

সম্প্রতি দেশজুড়ে মহাসমারোহে পালিত হল রথ উৎসব। নিয়ম অনুযায়ী, গত শনিবার ছিল উল্টো রথের দিন। এমতাবস্থায়, রীতিমতো সেজে উঠেছিল পুরী। আর ওই দিনেই এক অত্যাশ্চর্য ঘটনা সামনে এসেছে। পাশাপাশি ওই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, চারিদিকে তুমুল বৃষ্টি চললেও আরতির সময় বৃষ্টি দেখা গেল না জগন্নাথদেবের রথের কাছে। যা দেখে রীতিমতো স্তম্ভিত হয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এমনিতেই আমরা বর্তমানে দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাই। এছাড়াও, সুযোগ পেলেই আমরা দেখতে শুরু করি সেখানে ভাইরাল হওয়া ভিডিওগুলি। তবে কিছু কিছু ক্ষেত্রে সেখানে এমন সব ভিডিও উপস্থিত হয় যা দেখে রীতিমতো চমকে ওঠেন সবাই। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রথ টানার সময় প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন সেখানে। কিন্তু তখনই প্রবল বৃষ্টির মুখে পড়েন উপস্থিত ভক্তরা। এমনকি সেই দৃশ্যও ফুটে উঠেছে ভিডিওটিতে। তবে সবাইকে অবাক করে দিয়ে যেটি দেখা গিয়েছে তা হল সেখানেই উপস্থিত থাকলেও রীতিমতো বৃষ্টিহীন অবস্থায় রয়েছে জগন্নাথদেবের রথ। প্রথা অনুযায়ী, রথ থেকে মোট ন’বার আরতি করতে হয়। আর ঠিক সেই সময়ই চলে আসে বৃষ্টি।

এদিকে এই ভিডিও স্বাভাবিকভাবেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক সংখ্যাও। ইতিমধ্যেই প্রায় এক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। সর্বোপরি এহেন ভিডিওর পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। পাশাপাশি অধিকাংশজনই এই ঘটনাটিকে “ঐশ্বরিক” হিসেবে বিবেচনা করেছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X