বাংলাহান্ট ডেস্ক/ ভাইরাল : সদা দেশের সুরক্ষায় নিবেদিত প্রাণ ভারতীয় সেনার (indian army) জীবন কতটা কষ্টকর তা সকলেই জানে। কখনো রাজস্থানের ৫০ ডিগ্রির বেশি গরমে, কখনো বা সিয়াচেনের হিমাঙ্কের থেকে ৫০ ডিগ্রি নীচে তাপমাত্রায় তাদের কর্তব্য পালন করতে হয়৷ শীত, গ্রীষ্ম, বর্ষা, বরফ কিছুই তাদের জীবনের লক্ষ্য থেকে পিছু হটাতে পারে না। আবার এই কঠিন জীবনের মধ্যেও তারা প্রাণশক্তিতে ভরপুর। এবার সেই অপূর্ব প্রাণ শক্তির আরো এক ভিডিও হয়েছে ভাইরাল ( viral video)
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সম্ভবত কাশ্মীর বা হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের কোনো এক পাহাড়ে কর্তব্যরত এক জাওয়ানের জন্মদিন পালন হতে। আশেপাশের প্রকৃতি দেখলেই বোঝা যায় সেখানে তাপমাত্রা হিমাঙ্কের অনেকখানি নীচে। একই সাথে অত্যন্ত দুর্গম এই সীমান্তে কোনো দৈনন্দিন জিনিসই স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে পারে না। জন্মদিনের কেক তো দূরের কথা।
কিন্তু তাতেও জন্মদিন পালন হয়েছে। তুষার জমিয়েই কেক বানানো হয়েছে জাওয়ানের জন্য। যা কেটে তিনি ও তার বন্ধুরা ভীষণই আনন্দিত। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ক্যাপশনে তিনি লিখেছেন, “নিজের জন্মদিন উদযাপন করছেন এক সৈনিক। পনির কেকের সৌন্দর্য ভুলে যান, তুষারের কেক যা কেবল একজন সৈনিকই জানেন।তাদের ত্যাগ ও সহনশীলতা বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।” দেখুন ভাইরাল ভিডিও
A soldier celebrating his birthday.
Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows.
No word are enough to describe their sacrifices and resilience. pic.twitter.com/sr5xGSdUNU— Virender Sehwag (@virendersehwag) July 12, 2020