বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি আরো একটি মর্মান্তিক পশু নির্যাতনের ভাইরাল ভিডিও (viral video) সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন জীবন্ত বিড়াল ছানার গায়ে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া। এবার সেই ব্যক্তির খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষনা করল বেসরকারি পশুপ্রেমী সংগঠন।
ভাইরাল হওয়া সেই নারকীয় ভিডিওতে দেখা গিয়েছে, বিড়াল ছানাটি যখন আগুনে দগ্ধ অবস্থায় এদিক ওদিক প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। সেই ব্যক্তি তখন ক্যামেরা হাতে সেই অমানবিক দৃশ্য ক্যামেরা বন্দী করতে তার পেছন পেছন ছুটছে। ইতিমধ্যেই সাইবার বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছে বেসরকারি পশুপ্রেমী সংগঠন এইচএসআই।
বেসরকারি পশুপ্রেমী সংগঠন তাদের সামাজিক মাধ্যম একাউন্টে ঘোষণা করেছে, ঐ ব্যক্তির খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই ভিডিও যিনি করেছেন তার সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে +৯১ ৭৬৭৪৯২২০৪৪ এই নম্বর কিংবা india@hsi.org তে মেল করে জানাতেও অনুরোধ করেছে তারা।
We were shared a video (by @saarthi_108) of a horrendous cruelty on a kitten with a lighter. We are filing a cyber complaint right away. Our request would be to NOT share the video since the farther it is shared, the more difficult it is to trace the perpetrators. #AnimalCruelty
— HSI/India (@IndiaHSI) July 19, 2020
প্রসঙ্গত, গতকালই স্পেনের এক মর্মান্তিক পশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সকালে পুকুরে একটি রহস্য জনক প্ল্যাস্টিকের বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সাথে সাথে পুলিশে খবর দেন। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে তার মুখ খুলতেও ভিতরে একটি মৃতপ্রায় গ্রে হাউন্ড কুকুরক্র আবিস্কার করে। যার প্রতিটি হাড়ই গোনা যাচ্ছিল, সম্ভবত বেশ কিছুদিন ধরেই তাকে খেতে দেওয়া হয় নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্পেনে পশু নির্যাতন প্রতিদিনই বেড়ে চলেছে। এই ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছে সেখানকার পুলিশ।