শাসক দলের বিধায়কের উপর জুতো ছুঁড়ল জনতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানায় (Telangana Rains) বিগত কয়েকদিন ধরে হওয়া মুষলধারে বৃষ্টির কারণে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কম করে ৫ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা জাহির করা হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর আলাদা আলাদা দুর্ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের ইব্রাহিমপটনমের কয়েকটি এলাকায় অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর সেখানকার পরিস্থিতির প্রদর্শন করতে যাওয়া শাসক দলের বিধায়ক আর সমর্থকরা মানুষের ক্ষোভের মুখে পড়েন। ক্ষিপ্ত জনতা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়ক আর সমিতির উপর জনতা জুতো ছুঁড়ে মারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ঘটনা বৃহস্পতিবার ঘটেছে। ইব্রাহিমপটনম এর বিধায়ক কিশান রেড্ডি এবং অন্যান্য TRS কর্মীরা যখন বন্যা কবলিত মেডিপল্লী এলাকার পরিদর্শনে যান, তখন স্থানীয় মানুষ ওনাদের উপর জুতো ছোঁড়ে। শুধু তাই নয়, বিক্ষুব্ধ জনতা বিধায়কের গাড়িতেও ভাঙচুর চালায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এর নেতৃত্বে হওয়া সমীক্ষা বৈঠকে আধিকারিকরা জানান যে, মুষলধার বৃষ্টি আর আচমকাই চলে আসা বন্যার কারণে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আরেকদিকে, গ্রেটার হায়দ্রাবাদ নগর নিগম এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, মুখ্যমন্ত্রী রাও বলেন বুধবার হওয়া বৃষ্টির কারণে নীচু এলাকায় আচমকাই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই কারণে রাজ্যের ৫ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। রাও বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে উদ্ধার আর পুনর্বাশের জন্য ১ হাজার ৩৫০ কোটি টাকার সাহাজ্য দেওয়ার আবেদন জানিয়েছি।

X