প্রকাশ্য রাস্তাতেই লুঙ্গি বদল!  ভাইরাল  ভিডিও দেখে হেসেই খুন নেটিজেনরা

Published On:

viral video : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও যেমন আমাদের ভাবিয়ে তোলে তেমনই বেশ কিছু ভিডিও আমাদের নির্ভেজাল আনন্দ দেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

লুঙ্গি একটি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। এখনো ভারতের একটা বিশাল অংশের মানুষ এই পোশাক পড়েন। লুঙ্গি নিয়ে বেশ মজার কান্ড কারখানার ভিডিও সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায়। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ অন্যরকম। প্রকাশ্য রাস্তাতেই যেভাবে দুই ব্যক্তি নিজেদের লুঙ্গি বদল করলেন তা দেখে হেসেই খুন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,  একজন লাল লুঙ্গি পরা ব্যক্তি বসে আছেন বাইকে। অন্য একজন সাদা লুঙ্গি পরিহিত ব্যক্তি বসে আছেন দোকানে। হঠাৎই ঐ বাইকে বসা ব্যক্তি এগিয়ে আসেন অন্য ব্যক্তির কাছে। তারপর মুহুর্তের মধ্যে জনসমক্ষে এক অবিশ্বাস্য কায়দায় নিজেদের লুঙ্গি বদল করে নেন। তারপর প্রথম ব্যক্তি বাইকে উঠে ফের চলে যান নিজের গন্তব্যে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ১২ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১৮ হাজারের বেশি নেটাগরিক। নানান মজার কমেন্ট করেছেন তারা। একজন লিখেছেন তার দেখা সেরা লুঙ্গি বদল। অন্য একজন লিখেছেন, কেরালার সাধারণ মানুষও অত্যন্ত প্রতিভাবান।

 

X