একি কাণ্ড! পুলিশের থেকে বাঁচতে যুবকের দৌড় রানওয়েতে, তারপর যা হল…

Updated on:

Updated on:

Viral Video man dies after being sucked into engine of a plane at Italy’s Milan Bergamo Airport

বাংলা হান্ট ডেস্ক: রানওয়েতে উড়ানের জন্য প্রস্তুতি নিচ্ছিল প্লেনটি। তখনই রানওয়তে পৌঁছে যান এক যুবক। এমনকি বিমানের ইঞ্জিনের টানে ভেতরে চলে যায় যুবকটি। এই ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।

পুলিশের তাড়া খেয়ে রানওয়েতে দৌড়চ্ছিলেন এক যুবক, ভাইরাল ভিডিও (Viral Video)

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইটালির মিলান বার্গামো (Italy’s Milan Bergamo Airport) বিমানবন্দরে। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভোলোটিয়া বিমান ওড়ার ঠিক আগে সেই বিমানের ইঞ্জিনে আটকে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিওটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। (ভাইরাল ভিডিওটি সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ। সূত্রের খবর, পুলিশের তাড়া খেয়ে রানওয়ে দিয়ে দৌড়াচ্ছিলেন ওই যুবকটি। তখনই তিনি স্পেনের আস্তুরিয়াসগামী এ৩১৯ ভোলোটিয়া বিমানের কাছে চলে যান। এর ফলেই ঘটে বিপত্তি।এই ঘটনার পর ইতালির (Italy) ওই বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়।

সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০ টা ২০ থেকে দুপুর ১২ পর্যন্ত বিমান চলাচল করেনি ওই বিমানবন্দরে। জানা যায়, নিহত যুবক ওই বিমান বন্দরের কর্মী ছিলেন না এমনকি তিনি বিমানযাত্রীও ছিলেন না। বিমানবন্দরের একটি নিরাপত্তার দরজা দিয়ে রানওয়ের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

 Viral Video man dies after being sucked into engine of a plane at Italy’s Milan Bergamo Airport

আরও পড়ুন: ভারত বনধের দিন সস্তা হল হলুদ ধাতু, আজ ১ গ্ৰাম সোনা কিনতে কত খরচ পড়বে জানুন…

‘ভ্যানগার্ড ইনটেল গ্রুপ’ নামের এক্স হ্যান্ডলে ওই ঘটনার পর বিমানবন্দরের পরিস্থিতি কী হয়েছিল, সেই সংক্রান্ত একটি ভিডিও (Video) পোস্ট করা হয়েছে। নেটিজেনরা অনেকেই ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি এই ভিডিওটি লক্ষাধিক ভিউজ (Views) পেয়েছে। এছাড়াও নেটিজেনরা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।