মেট্রোয় উঠে ঘুমিয়ে কাদা! কখনও মহিলার কাঁধে আবার কখনও মেঝেতে গড়াগড়ি যুবকের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একটি গান রয়েছে, “তোর ঘুম পেয়েছে, বাড়ি যা।” সারাদিনের কাজের পর একবার ঘুম পেলে অনেক সময় মানুষ বিছানা ছেড়ে সোফাতেই নিদ্রা যায়! অবশ্য বাঙালির একটি পুরনো অভ্যেস হলো, বাসে-ট্রামে কিংবা ট্রেনে সুযোগ পেলেই চোখ বন্ধ করে হালকা ঘুমিয়ে নেওয়া। কিন্তু এই ঘুমের কারণে পাশের সিটে বসা যাত্রীর আমরা কোনো খেয়ালই করি না। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেই দৃশ্য, যা দেখে আপনি যেমন আশ্চর্য হবেন তেমনি নিজেকে কোনমতেই হাসির হাত থেকে কন্ট্রোল করতে পারবেন না।

‘Koushik Dutta’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয় এবং ভিডিওটি সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে চলমান একটি মেট্রোর ছবি। তবে চমক এখানে নয়, মাত্র 29 সেকেন্ডের এই ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন, মেট্রোর সিটে বসা এক যুবক ঘুমে প্রায় লুটিয়ে পরেছে এবং নিদ্রাচ্ছন্ন হয়ে তার পাশে বসা এক মহিলা যাত্রীর কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করছে।

স্বভাবতই এই সময় পাশের সেই মহিলাটি বিরক্ত হয় এবং তাকে কিছু বলার চেষ্টা করে। যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে হয়েছে হয়তো মহিলাটি সেই ব্যক্তিকে অন্য কোনো সিটে গিয়ে বসার নির্দেশ দিচ্ছে। তবে এর পরবর্তী অংশে দেখা যায়, যুবকটি যখন নিদ্রাচ্ছন্ন হওয়ার কারণে কোন কথাই কানে তুলছে না, তখন মহিলাটির সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পরে আর এরপরই বাঁধে বিপত্তি। উক্ত ব্যক্তি এতটাই ঘুমে আচ্ছন্ন হয়ে যায় যে, স্থান-কাল এবং পাত্র উপেক্ষা করে সিট ছেড়ে মেট্রোর মেঝেতেই গড়াগড়ি খেতে থাকে। স্বভাবতই এরপর নিজের পায়ের কাছে লুটিয়ে পরতে দেখে সেই মহিলাটি এবং মেট্রোর অন্যান্য যাত্রীরা আশ্চর্য হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করে ‘কৌশিক দত্ত’ নামের সেই ব্যক্তিটি ক্যাপশনে লিখেছেন, “কতবার বললাম এভাবে ঘুমাস না।” ফলে ভিডিওটি কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে এবং ভিডিওটিতে নিজেদের প্রতিক্রিয়া দিয়ে ভালোবাসা উজাড় করে দেয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর