মাঝ আকাশেই ফাটলো প্রচন্ড গতিতে আসা উল্কা পিন্ড ! তুমুল ভাইরাল সেই ভিডিও ..

Last Updated:

ভাইরাল ভিডিও (viral video) : নিউ মেক্সিকোর মাথার ওপর দিয়ে প্রচন্ড গতি নিয়ে চলেছে উল্কা। কিছুক্ষণ পরই বায়ুমন্ডলের সাথে ঘর্ষণে ফেটে চৌচির হয়ে তৈরি হল আলোর রোশনাই। ঠিক যেন আতসবাজি। এই বিরল মহাজাগতিক ঘটনা ক্যামেরাবন্দী করেছেন অনেকেই, আর সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, প্রচন্ড গতিতে আকাশের ওপর দিয়ে আলো ছড়াতে ছড়াতে ছুটে যাচ্ছে এক উল্কা। কিছুক্ষণ পরই সে আকাশে ফেটে গিয়ে আলোর মালা ছড়িয়ে দেয়৷ ভিডিওটি শেয়ার করেছেন মার্কিন সংগীত শিল্পী অম্বর কফম্যান। তিনি সেই সময় মেক্সিকোতেই ছিলেন। ভিডিওটি তারই ধারন করা।

ভিডিওতে যে শব্দ শোনা যাচ্ছে তাতে স্পষ্ট যে তিনি প্রচন্ডভাবে উত্তেজিত। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি ক্যাপশনে লেখেন, তিনি জীবদ্দশায় এমন পাগল করা দৃশ্য দেখেননি। ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ২.১ লাখ নেট জনতা ইতিমধ্যেই এই ভিডিওটি পছন্দ করেছেন।

https://twitter.com/Amber_Coffman/status/1288312386537967617?s=20

সম্প্রতি, আমাদের এই সৌরজগত আকাশ গঙ্গা বা মিল্কি ওয়ে নামক ছায়াপথে অবস্থিত। এই ছায়াপথেই মেঘমুক্ত আকাশে বিজ্ঞানীরা আবিস্কার করলেন প্রজাপতি সদৃশ আলোক উজ্জ্বল, বর্ণময় এক মহাজাগতিক বস্তুকে।

ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি (ESO) এর দূরবীনে ধরা পড়েছে এই বিরল মহাজাগতিক বস্তুটি। চোখ ধাঁধানো এই অদ্ভুত সুন্দর দৃশ্য সম্পর্কে নেট পাড়ার অধিবাসীদের প্রথম পরিচয় করান চিলির গবেষকরা।

এই ছবিতে যে বর্ণময় আলোর প্রজাপতি ধরা পড়েছে সেটি আসলে একটি মৃত নীহারিকার কারনে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে এটি ঐ মৃত নীহারিকা থেকে বেরিয়ে আসা হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসের মিশ্রণে তৈরি আলোকপিন্ড।

 

X