ভাইরাল ভিডিও: বক্তৃতা দিতে নারকেল গাছে উঠে পড়লেন মন্ত্রী! কিন্তু কেন….

Viral video : প্রতিদিন কতই না আজব কান্ডকারখানার ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি এক মন্ত্রীকে দেখা গেল নারকেল গাছে চড়ে বক্তব্য রাখতে। তবে নেহাত খেয়ালবশে নয় মন্ত্রীর এই কান্ডের পিছনে ছিল একটি অত্যন্ত সিরিয়াস কারন

images 2020 09 20T135211.677
আরুদিকা ফার্নান্দো

নারকেল শ্রীলঙ্কার অন্যতম অর্থকরী ফল। সে দেশের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে নারকেলের ওপর। সারা পৃথিবীতে নারকেল রপ্তানিকারক দেশ হিসাবে শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে। নারকেলকে এত গুরুত্ব দেওয়া হয় যে নারকেলের জন্য সেদেশে আলাদা একটি মন্ত্রক রয়েছে। শ্রীলঙ্কার নারকেল মন্ত্রকের মন্ত্রী আরুনদিকা ফেরনান্দোই গাছে চড়ে দেশবাসীর উদ্দেশ্যে নারকেল নিয়ে যে বার্তা দিয়েছে সেই ভিডিওই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

ঠিক কবে তিনি গাছে উঠে এহেন প্রচারপর্ব চালিয়েছেন জানা না গেলেও, জানা যাচ্ছে এই মুহুর্তে চাহিদার তুলনায় শ্রীলঙ্কায় নারকেলের উৎপাদন অপ্রতুল। নারকেলের চাষ বাড়ানোর বার্তা দিতেই আরুনদিকা এমন পদক্ষেপ নেন বলেই জানা যাচ্ছে।

সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কায় চাহিদার তুলনায় ৭০ কোটি নারকেল কম রয়েছে। শিল্পে নারকেলের যে বিপুল চাহিদা সে তুলনায় উৎপাদন অনেক কম হয়েছে। তাই গাছে চড়ে নারকেল চাষ বাড়ানোর বার্তা দিয়েছেন মন্ত্রী। সেই বার্তার ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়া জুড়ে। তবে বক্তব্য রাখতে গাছে চড়েছেন মন্ত্রী এমন ঘটনা আর কখনো কেউ শুনেছেন বা দেখেছেন বলে মনে করতে পারছেন না। দেখে নিন সামাজিক মাধ্যম জুড়ে ঝড় তোলা এই তুমুল ভাইরাল ভিডিও টি

 

সম্পর্কিত খবর