ছেলে ভারতীয় দলের ডাকসাইটে ফাস্ট বোলার, ব্যাট হাতে ক্রিজে দাঁড়ালেন গৃহবধু মা; মুহুর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ ছেলে অনুর্ধ ২৩ জাতীয় দলের আগুন ঝরানো ফাস্ট বোলার। যাকে দেখে অনেক ব্যাটসম্যানের রাতের ঘুম উড়ে যায়। অবলীলায় সেই ছেলের বলের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়লেন গৃহবধু মা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন ছেলেই। যার পর নেট পাড়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাল ভিডিও টি।

PicsArt 05 03 11.48.38 1

 

লকডাউনে বন্ধ প্র্যাকটিস। ফিজিক্যাল ট্রেনিং চলছে বাড়ির ছাদে । কিন্তু দীর্ঘ এক মাস বন্ধ ক্রিকেট। ভারতীয় অনুর্ধ ২৩ দলের সদস্য অনন্ত সাহার অগত্যা খেলার সাথি হয়ে উঠলেন মা জ্যোৎস্না সাহা। ব্যাট-বল হাতে ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে বাড়ির উঠোনে নেমে বললেন তিনি।

https://www.instagram.com/p/B8ilc2JhRUz/?igshid=1oc38fein0n9u

ছেলের সামনে দাঁড়িয়ে সাবলীল ভঙ্গীতেই ব্যাট করতে দেখা যায় জ্যোতস্না দেবীকে। এক বার ক্যাচ আউট হলেও তাতে বিচলিত হন নি তিনি।

https://www.instagram.com/tv/B_mao_hhux0/?igshid=33nz1ysxdo0w

অনেক সংগ্রাম করে উঠে এসেছেন অনন্ত। ২০১৮-১৯ মরশুমে সিকে নাইডু ট্রফিতে ১০ ম্যাচে ৫২ উইকেট নিয়ে সবার নজরে উঠে আসেন অনন্ত। সিএবিতে অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা বোলার হন। এরপর গত বছর অগাস্টে ভারতীয় অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দলে সুযোগ পান কোচবিহারের এই ক্রিকেটার।

সম্পর্কিত খবর