‘যে রাঁধে সে চুলও বাঁধে” সন্তানকে নিয়ে কর্তব্যরত মহিলা জওয়ান! ভাইরাল ভিডিও জয় করল সবার হৃদয়

বাংলা হান্ট ডেস্ক: তিনি একজন সৈনিক, স্বাভাবিকভাবেই দেশের সুরক্ষার দায়িত্ব অর্পিত রয়েছে তাঁর কাঁধে। পাশাপাশি, তিনি একজন মা-ও! আর সেই কারণেই শত্রুপক্ষের দিকে কড়া নজর দেওয়ার পাশাপাশি তিনি লক্ষ্য রাখছেন তাঁর সন্তানকেও। সম্প্রতি এমনই একটি দৃশ্য সামনে এসেছে। যেখানে একই মায়ের কার্যত দুই রূপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।

পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটিজেনরা। একদিকে রণসাজে সজ্জিত মা অপরদিকে অপাপবিধ্য শিশুর অকৃত্রিম আচরণ খুব সহজেই জিতে নিয়েছে সকলের মন। আর সেই কারণেই ভিডিওটি এখন দ্রুত ভাইরাল হচ্ছে।

মূলত, বর্তমান সময়ে আমরা ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়ায়। দিনের একটা বড় সময় আমরা কাটাই এখানে। পাশাপাশি, এখানে মেলে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওগুলিও। কিন্তু, তাদের মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই পৌঁছে যায় মনের মণিকোঠায়। এছাড়াও, সেগুলিকে দেখে আবেগে ভাসেন নেটিজেনরা। বর্তমান ভিডিওটিতেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, সেনাবাহিনীর পোশাকে সজ্জিত রয়েছেন এক মহিলা। পাশাপাশি, নিজের কর্তব্যে অবিচল রয়েছেন তিনি। এমনকি, ভিডিওটিতে দেখা গিয়েছে তাঁর অস্ত্রটিও। অপরদিকে, সেখানে রয়েছে একটি ছোট্ট শিশু। খেলনা নিয়ে নিজের মত করে খেলায় ব্যস্ত সে। যুদ্ধের ভয়াবহতা কিংবা আঁচ থেকে সে যেন রয়েছে বহু দূরে। যদিও, সেখানে তাঁর মা রয়েছেন নিজের কাজে অনড়।

https://www.facebook.com/100009677145604/videos/1141705553068570

আর এই ভিডিওটিই বর্তমানে তুমুল ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। মাত্র কয়েকঘন্টার মধ্যেই এটি প্রায় ১৫ হাজার মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। সমস্ত কিছুকে ছাপিয়ে যে মাতৃত্বই চিরন্তন হয়ে উঠতে পারে তা যেন ফের প্রমাণিত হল এই ভিডিওটিতে। স্বাভাবিকভাবে, সকলে একবাক্যে ওই মহিলাকে কুর্ণিশ জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর