নন্দীগ্রামে মমতার হারের বর্ষপূর্তি পালন বিজেপির, মঞ্চ থেকেই তৃণমূলকে তুমুল কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনের পর গড়াতে চলেছে একটা গোটা বছর। আগামী ২ মে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের এক বছরের বর্ষপূর্তি। নন্দীগ্রামে এবার সেই পরাজয়ের বর্ষপূর্তিই পালন করল বিজেপি। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, তমলুম সাংগঠনিক জেলাত সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি প্রলয় পাল এবনহ জেলাস্তরের একাধিক বিজেপি নেতা। স্বভাবতই এই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শাসকদলকে এক হাত নেন বিরোধী দলনেতা।

নন্দীগ্রাম এলাকার কোনও না কোনও বিতর্ক বা দূর্নীতির জেরে তথাকথিত ‘শিরোনামে’ আসা তৃণমূল নেতাদের নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। শুক্রবারই নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সামসুল ইসলামকে বিপুল পরিমাণ অর্থ দূর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। সেই প্রসঙ্গেও বিঁধতে ছাড়েননি শুভেন্দু।

এদিন শুভেন্দু বলেন, ‘সুফিয়ান বিরোধী বলেই ওই পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতি গ্রামেই একটা করে সামসুল আছে। একশো দিনের কাজের টকায়া মারা, প্রধানমন্ত্রী আনাস যোজনার টাকা নয়ছয় করে একটা করে জাহাজ বাড়ির মালিক ও একটা করে সামসুল তৈরি হয়েছে। মমতার গোষ্ঠী মানেই সুফিয়ানের গোষ্ঠী। যথার্থ দূর্নীতি হয়েছে। ধরেছে ভালো কাজ করেছে। ভাদু, আনারুল, সুফিয়ান এই ক্যান্সারগুলি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেটা এখন ছড়িয়ে পড়েছে। এখন অঙ্গ কেটে কী হবে?’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী শাসকের বর্ষপূর্তি এবং শপথগ্রহনের দিন হিসেবে ২মে এবং ১৩ মে শহীদ দিবস পালন করব আমরা। শ্রদ্ধা জানানো হবে শহিদ দেবব্রত মাইতিকে। এরপর থেকে প্রতিবছর চোখের জলে পালিত হবে দিনটি। ‘

এখানেই শেষ নয়, শাসকদলের দিকে একের পর এক বিস্ফোরক তোপ দাগতে থাকেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ‘আনসার আমার গাড়িতে পাথর ছুঁড়েছিল। একাধিক সংবাদমাধ্যমে দেখানো সত্ত্বেও দলদাস পুলিশ এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।’ একই সঙ্গে অনুব্রতকেও এক হাত নেন তিনি। বলেন, ‘পুলিশ দিকে তুলে আনা উচিত ওকে। সিটি স্ক্যান করতে গিয়ে মেশিনে বসে চা খাচ্ছে। সিবিআই যে ওকে ছেড়ে রেখেছে এই ওর ভাগ্য।’

রাজ্যের বিরোধী দলনেতার একের পর এক অভিযোগ এবং তোপের মুখে এখনও অবশ্য কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি তৃণমূলের তরফে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর