বাংলাহান্ট ডেস্কঃ ভগবানের জায়গায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি রেখে পূজা করলেন এক মুসলিম যুবক, ভাইরাল হল ভিডিও (video)। ন্যায় বিচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর স্মরণাপন্ন হলেন এক মুসলিম যুবক। নিজের জমিতে আসন পেতে যোগীর ছবিতে তিলক লাগিয়ে শুরু করলেন পূজা। এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই হই হই করে ভাইরাল হয়ে গেল।
যুবকের অভিযোগ
উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার রোজা থানার অন্তর্গত হাথোড়া গ্রামের ওই যুবক ওয়াসিম আনসারী জানিয়েছেন, জি সরজিভিয়ারের পার্শ্ববর্তী এলাকায় তাঁর একটি জমি রয়েছে। তাঁর অভিযোগ, ওই জমিতে যাওয়ার রাস্তায় এক কারখানার মালিক বেআইনি ভাবে পাঁচিল তুলে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে কারখানার মালিকের দ্বারস্থ হলে, মালিক এবং তাঁর ছেলে মিলিত ভাবে ওয়াসিম এবং কৃষকদের অস্ত্র দেখিয়ে মারধর করে।
সাহায্য করেনি প্রশাসনও
এই ঘটনার পরবর্তীতে ওয়াসিম স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানায়। প্রশাসন প্রথম দিকে অভিযোগ গ্রহণ করলেও, পরবর্তীতে কারখানার মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অস্বীকার করে। প্রশাসনের থেকে কোনোরকম সাহায্য না পেয়ে তিনি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সাহায্যের আশায় তাঁর আরাধনা করতে শুরু করে দেন।
পরবর্তী পদক্ষেপ যোগীর বাড়ির সামনে পূজা
মুখ্যমন্ত্রী যোগীর উপর পূর্ণ আস্থা রেখেই তিনি এই পথ বেঁচেছেন বলেও জানালেন। তবে এবার জমিতে যোগীর পূজা শুরু করলেও, পরবর্তীতে যোগীর বাড়ির সামনে গিয়ে পূজার করার পরিকল্পনা করেছেন তিনি। এই ঘটনার উপর ভিত্তি করে রোজা থানার ইনচার্জ পরিদর্শক মনোহর লাল জানান, ওই যুবক যে রাস্তা বন্ধের অভিযোগ করেছে কারখানার মালিকের বিরুদ্ধে, ওই রাস্তা আসলে কারখানার মালিকের জমির অংশ। ওই অংশে যুবকের কোন ভাগ নেই। তবে মুখ্যমন্ত্রীর ছবি পূজা করবার বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানানলেন মনোহর বাবু।