আমেরিকার ইতিহাসে প্রথমবার, টাইমস স্কোয়ারে নামাজ পড়ল মুসলিমরা! বিশ্বজুড়ে শুরু বিতর্ক! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা। বিখ্যাত টাইমস স্কোয়ারে রামজানের নামাজ পড়লেন সেই অঞ্চলের মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু এই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের বিশ্ব বিখ্যাত টাইমস স্কোয়ারে নামাজ পড়ার ঘটনা নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতেও জারি রয়েছে বিতর্ক। কেউ কেউ বিষয়টিকে সমর্থন করলেও অনেককেই বিষয়টি সম্পর্কে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে।

গোটা বিশ্বে এখন আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের বিশ্ব বিখ্যাত টাইমস স্কোয়ারে মুসলিমদের নামাজ পাঠের বিষয়টি বিয়ে নানানরকম চর্চা হয়ে চলেছে। মুসলিমরা তাদের পবিত্র রমজান মাসের আরম্ভ উপলক্ষে শনিবার হাজার হাজার সংখ্যায় জড়ো হয়ে তারাবিহ নামাজ পাঠ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হচ্ছে যে এভাবে সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে রাস্তায় নামাজ পড়া ঠিক হবে কি না?

সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ইতিহাসে এই প্রথম মুসলিমরা টাইমস স্কোয়ারের মতো জনপ্রিয় জায়গায় নামাজ পাঠ করতে পারলো। বিতর্কের মূল বিষয় হলো স্থান নির্বাচন। টাইমস স্কোয়ার হলো নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ব্যস্ত এলাকা। এটি প্রচুর পর্যটকদেরও আকৃষ্ট করে থাকে। প্রতি বছর ৫০ মিলিয়নেরও বেশি পর্যটক এখানে পৌঁছান। এমন অবস্থায় মসজিদের পরিবর্তে বাণিজ্যিক এলাকায় নামাজ পড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

আয়োজকরা জানিয়েছেন মুসলিমরা এই বিখ্যাত নিউইয়র্ক শহরের অবস্থানে রমজান উদযাপন করতে চেয়েছিলেন এবং অন্যদের বার্তা দিতে চেয়েছিলেন যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। আয়োজকরা বলেন, ইসলাম নিয়ে সারা বিশ্বে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা আমাদের ধর্ম সম্পর্কে সেই সমস্ত লোকদের জানাতে চেয়েছিলাম যারা এটি সম্পর্কে জানেন না। গত শনিবার থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। চাঁদ দেখার পর রমজান মাস ঘোষণা করা হয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর