টানা ১০ বছর সূর্যের ওপর নজর রাখল নাসা, আর 1 মিনিটের মধ্যে প্রকাশ করল পুরো ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) সূর্যের দশ বছরের গতিবিধির রেকর্ডিংয়ের একটি টাইমল্যাপস ভিডিও প্রকাশ করেছে। নাসা জানিয়েছে, এই সমস্ত ছবি তোলা হয়েছে নাসার ‘সোলার ডায়নামিক্স অবজারভেটরি’ (এসডিও) থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (viral video)।

সোলার ডায়নামিক্স অবজারভেটরি টানা 10 বছর ধরে সূর্যের উপর নজরদারি করেছিল, সেই ছবি দিয়েই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই দশ বছরে সূর্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কৃত হয়েছে, বলে জানিয়েছে নাসা।

নাসা জানিয়েছে, সোলার অবজারভেটরি সুর্যের 42.5 মিলিয়ন হাই-রেজোলিউশন ফটোগ্রাফ তুলেছে। পাশাপাশি ২০ মিলিয়ন জিবি ডেটাও সংগ্রহ করেছে।

এই ভিডিওতে নাসা 61 মিনিটের একটি ভিডিওর মাধ্যমে 10 বছরের সূর্য এর গিতিবিধি দেখিয়েছে। এই সময়ে প্রতি ঘন্টা এটিতে একটি ছবি ব্যবহৃত হয়েছে। ভিডিওটি এক সেকেন্ডে এক দিন অতিবাহিত হয়। ‘ এক দশকের সূর্য’ নাম দিয়ে ইয়ুটিউবে ভিডিওটি আপলোড করেছে নাসা৷ এই ভিডিওটি এখন পর্যন্ত 16 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। একই সাথে, এই ভিডিওটি সোলার ডায়নামিক্স অবজারভেটরিও টুইট করেছে।

 

সম্পর্কিত খবর

X