ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে সাজানো হল বরের গাড়ি! অভিনব ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিয়ে বাড়িতে বরের গাড়ি মানেই তাতে থাকে একটা রাজকীয় ভাব! ফুল, স্তবক, রঙিন কাগজের পাশাপাশি আরও বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাজিয়ে সুদৃশ্য করে তোলা হয় বরের গাড়িটিকে। যাতে দূর থেকেও খুব সহজেই সেটিকে চিনতে পারেন সবাই।

পাশাপাশি, বিয়ে বাড়িতে বরের এইরকমই গাড়ি দেখতেই অভ্যস্ত থাকেন সকলে। কিন্তু, বর্তমান যুগ পরিবর্তনের যুগ। যে কারণে সব কিছুতেই থাকছে নতুনত্বের ছোঁয়া। সেই রেশ বজায় রেখেই এবার বরের গাড়ির সাজেও থাকছে অভিনবত্ব। তাই, এবার ফুল নয়, বরং চিপসের প্যাকেট দিয়েই সাজানো হল বরের গাড়ি!

শুনতে অদ্ভুত মনে হলেও সম্প্রতি এই রকমই একটি ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের অন্তর্গত কারবালার বাসিন্দা পঙ্কজ হালদারের বিয়েতেই নেওয়া হয়েছে এই অভিনব পন্থা। টাকা খরচ করে ফুল দিয়ে গাড়ি সাজানোর পরিবর্তে তাঁরা কচিকাঁচাদের খুশি করতে ৩৫০ টিরও বেশি চিপসের প্যাকেট দিয়েই গাড়ি সাজিয়ে ফেলেন।

এই প্রসঙ্গে পঙ্কজ বাবু জানিয়েছেন যে, “আমার বিয়েতে গাড়ি চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে। ফুল দিয়ে সাজালে বাচ্চারা তা ছিঁড়ে দিয়ে নষ্ট করে ফেলে। কিন্তু চিপসের প্যাকেট দেখলে তারা আনন্দ পাবে আর খেতেও পারবে। এমনিতে সবাই তো ফুল দিয়ে বরের গাড়ি সাজান, আমি নতুন কিছু করার জন্য চিপস দিয়েই গাড়ি সাজিয়েছি। আগে থেকেই আমাদের এই প্ল্যান ছিল।”

জানা গিয়েছে, চিপস দিয়ে সাজানো গাড়ি নিয়েই তিনি বিয়ে করতে যাবেন বারুইপুরে। পাশাপাশি, এই প্রসঙ্গে বরের ভাই সত্য হালদার জানিয়েছেন যে, “এইভাবে গাড়ি সাজানোর ইচ্ছে আমাদের সকলেরই ছিল। বাচ্চাদের আনন্দ দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।” এদিকে, অবাক করা এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন কনের বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যই। পাশাপাশি, অভিনব এই ঘটনায় স্মরণীয় হয়ে থাকলে পঙ্কজ বাবুর বিবাহের অনুষ্ঠানও।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X