দেউচা পাচামির পর পশ্চিমবঙ্গে নতুন কয়লাখনি প্রকল্প, তৈরি হবে লক্ষ লক্ষ চাকরির সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বীরভূমের দেউচা পাচামীতে কয়লাখনি প্রকল্পের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে রাজ্য সরকার। এবার রাজ্যেই মিলল আর এক নতুন কয়লা খনির সন্ধান। বীরভূমের পর এবার পশ্চিম বর্ধমানের বারাবনির গৌরান্ডি পানুরিয়ায় শুরু হতে চলেছে কয়লা ব্লকের কাজ। অত দ্রুতই এই কাজ শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগম।

টেন্ডার ডেকে একটি সংস্থাকে এই প্রকল্পের বরাত দিয়েছে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই ওই এলাকায় শুরু হবে জমি অধিগ্রহণও। এই জমি অধিগ্রহণের ব্যাপারে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। আসানসোল সার্কিট হাউসে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক অরুণ প্রসাদ, বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগমের সিএমডি ছাড়াও স্থানীয় পুলিশ আধিকারিকরা। দেউচা পাচামিতেও জমি অধিগ্রহনের বদলে চাকরি, ক্ষতিপূরণ এবং পুণর্বাসন দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এখানেও প্রত্যেককে উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে বলেই খবর।

জানা যাচ্ছে পশ্চিম বর্ধমানের পানুরিয়া, দাসকেয়ারি, কাঁটাপাহাড়ি, জামগ্রাম, আলিগঞ্জ এই মৌজাগুলিতেই হবে কয়লা খনি এই কয়লা খনি হলে কর্মসংস্থান হয়ে প্রায় ৬ হাজার মানুষের। ৭০০ জনের প্রত্যক্ষ চাকরি এবং ৫ হাজারের বেশি মানুষের পরোক্ষ ভাবে চাকরির ব্যবস্থা করা যাবে এই কয়লা খনির মাধ্যমে।

coal

এই নতুন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এক বাসিন্দা তপন মন্ডলের কথায়, ‘আমরা চাই শিল্প আসুক এলাকায়। যাদের জমি আছে তারা প্রত্যক্ষ এবং যাদের জমি নেই তারা পরোক্ষভাবে উপকৃত হোক। ভালো প্যাকেজও দেওয়া হয়ে। তাই আমরা পুরো বিষয়টিকেই স্বাগত জানাচ্ছি। আপাতত প্রথমে সি ব্লক থেকেই কয়লা উত্তোলন শুরু করা হবে বলেও বারাবনির বিধায়ক জানিয়েছেন।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর