পড়াশোনা করবো না, ঝাঁট দেব’ দিদিমণিকে কাঁদতে কাঁদতে বলছে পুচকি মেয়ে, ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন আগেই পড়াশোনা করবে না বলে বাবাকে নিজের বিয়ে দেওয়ার আবদারের ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন জয় করেছিল। এমনই নানান ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিনভোর কতই না দেখা যায়। তবে সব ভিডিও নেটজনতার মন জয় করতে পারেনা। শুধুমাত্র মন ছুঁয়ে যায় কচিকাঁচাদের মিষ্টি দাবি-দাওয়া গুলিই।

সম্প্রতি সেই বিয়ে দিয়ে দেওয়ার আবদারের মত আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হচ্ছে। যাতে দেখা যাচ্ছে পড়াশুনো করতে না চেয়ে বাবা-মার প্রতি একগুচ্ছ মিষ্টি ক্ষোভ শোনাচ্ছে পুচকি একটি মেয়ে। দিদিমণিকে সে বলছে, এই রকম বাবা সে জীবনেও দেখে নি, যারা পড়াশুনোর জন্য মেরে পিঠ লাল করে দেয়। তাই সে বাবা-মাকে বাড়ি থেকে চলে যাওয়ারও নির্দেশ দেয়।

সেখানেই থেমে না থেকে, পড়াশুনো না করে, সে কি করতে চায় ? দিদিমণির এহেন প্রশ্নে তার সোজাসুজি উত্তর অন্যের বাড়িতে কাজ করবে সে, ঝাঁট দেবে, দরকার পড়লে রাস্তা ঝাঁট দিতেও সে তৈরি। পুচকি মেয়ের এহেন দাবির ভিডিও ক্যামেরাবন্দী করে সামাজিক মাধ্যমে শেয়ার করতেই মন ছুঁয়ে যায় নেট নাগরিকদের (Netizen)। মুহূর্তের ভাইরাল (Viral Video) হওয়ার পাশাপাশি ভিডিওটি হাজার-হাজার মানুষও দেখেছেন। সাথে দিয়েছেন মিশ্র প্রতিক্রিয়াও।

আর সেই প্রতিক্রিয়া গুলিও ঠিক ভিডিওটির মতই মজাদার। নেটিজেনরা জানায় দরকার পড়লে তারা মেয়েকে পড়াবে না মূর্খ করে রাখবে, তাই বলে এই ভাবে জোরজবস্তি থমকিয়ে পড়তে বসবো না।

দেখুন সেই মজার ভিডিওটি-

সম্পর্কিত খবর

X