মুসলমানরা যদি বেশি সন্তানের জন্ম না দেন, তাহলে ওয়াইসি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? মন্তব্য AIMIM নেতার

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশে প্রচারে ব্যস্ত রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। মুসলিম ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখনও পর্যন্ত সকলকে বেছে নিয়েছেন, কিন্তু প্রতিনিধি কবে নির্বাচন করবেন?

মঞ্চে উঠে ওয়াইসির বক্তৃতা শুনে মঞ্চের আড়ালে থাকা সমর্থকরা এবং তাঁর দলের নেতা কর্মীরা নেতার বক্তৃতা শুনছেন। আবার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওয়াইসিকে যদি প্রধানমন্ত্রীর আসনে বসাতে হয়, তাহলে মুসলিমদের আরও বেশি সন্তানের জন্ম দিতে হবে- এমন মন্তব্য করছেন এক এআইএমআইএম নেতা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, AIMIM নেতা গুফরান নূর বলছেন, ‘মুসলমানরা যদি বেশি সন্তানের জন্ম না দেন, তাহলে আসাদউদ্দিন ওয়াইসি ভারতে কিভাবে শাসন করবেন? কীভাবে শওকত আলী সাহাব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন? সন্তান বেশি না হলে, আমরা শাসন করব কিভাবে?’

Screenshot 2021 12 16 113423

AIMIM নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, কিভাবে তাঁরা আসাদউদ্দিন ওয়াইসিকে দেশের প্রধানমন্ত্রীর আসনে দেখার স্বপ্ন দেখছেন। যার কারণে তাঁরা জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত শ্লোগান ‘হাম দো হামারে দো’ নস্মাৎ করে দেওয়ারও প্রচেষ্টা চালাচ্ছে। তাঁর বক্তব্য, ‘সন্তান না থাকলে আমরা সংখ্যায় কমে যাব। ওয়াইসি সাহেব নাহলে কিভাবে প্রধানমন্ত্রীর আসনে বসবেন?’


বর্তমান সময়ে AIMIM নেতা গুফরান নূরের এই বক্তব্যই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর