বাংলাদেশের বিমানে র‍্যাকেট দিয়ে মশা মারছেন বিদেশি! নিমেষেই ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমের দৌলতে আজকাল আমরা বিভিন্ন মজাদার ভিডিও দেখতে পাই ঘরে বসেই। পৃথিবীর যে কোনও প্রান্তে ঘটে যাওয়া অদ্ভুত সব কাণ্ডকারখানা আমাদের মুঠোফোনে বন্দি। কখনো এই ধরনের ঘটনাগুলো হয় খুব মজার, আবার কোনও ঘটনা অত্যন্ত বেদনার। তবে সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি দেখে অনেকেই বুঝতে পারছেন না এটি মজার না বেদনার!

ফেসবুকে একটি বিমানের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি করেছেন একজন বাংলাদেশী। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বিদেশী পর্যটক হাতে পতঙ্গ মারার র‍্যাকেট রাকেট নিয়ে মশা মারছেন। বিমানের মধ্যে উপস্থিত রয়েছেন আরো অনেক যাত্রী। তবে একজন মধ্যবয়স্ক ব্যক্তি মশা মারতে উদ্যোগী হয়েছেন। এই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি একজন বিদেশী।

আরোও পড়ুন : ১৪ বছরের অপেক্ষার অবসান! এবার কৃষ্ণনগর থেকে এই রুটে ছুটবে ট্রেন, ভোটের আগেই নয়া চমক রেলের

যিনি এই ভিডিওটি করেছেন তিনি ভিডিও করার সাথে সাথে বলেছেন যে একজন বিদেশি পর্যটক আমাদের দেশে এসে এই ধরনের ঘটনা সম্মুখীন হচ্ছেন। একটি বিমানের মধ্যে এই ধরনের ঘটনা কতটা দেশের জন্য অসম্মানজনক সেই কথাও তুলে ধরেছেন এই ব্যক্তি।এই ব্যক্তির ভিডিওটি সমাজ মাধ্যমে আপলোড করার পর বেশ ভাইরাল হয়েছে। অনেকে বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য করেছেন এই ভিডিও দেখে। 

https://youtu.be/86A4vzgwbUs?si=ehT-FYYVZ53346_X

এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ এইভাবে বাংলাদেশে একদিন বিশ্ব জয় করে ফেলবে মশা মারার টেকনিকে।’ আবার আরো একজনের মন্তব্য, ‘বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী আর ইউটিউবাররা কোথায় এখন।’ তবে আর যাই হোক একটি বিমানের মধ্যে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে বিরল। এই ঘটনার ফলে যে বাংলাদেশের বিমান পরিষেবা আরো একবার প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর