সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল লেবাননের বিস্ফোরণের ভিডিও, ভয়াবহতায় শিউরে উঠল নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিওঃ লেবাননের (lebanon) বেইরুটে গতকাল ভয়াবহ বিস্ফোরণ ঘটার পর থেকেই একের পর এক ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। ভিডিও গুলি দেখে আতঙ্কে কাঁপছে নেটপাড়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বহুদূর পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। তাদের মতে বিস্ফোরণে একেকটি গাড়ি নাকি তিন তলা বাড়ির সমান উচ্চতায় উড়ে যায়।

images 14 11
বেইরুট বিস্ফোরণ, লেবানন

মঙ্গলবার লেবাননের বেইরুটে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা একটি জাহাজে এই বিস্ফোরণ হয়। যার তীব্রতা এতটাই ছিল যে তা ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে,২৭৫০ টন বিস্ফোরক নাইট্রেট অসুরক্ষিতভাবে মজুদ করা ছিল সেখানে। ইতিমধ্যেই ঘটনার তদন্তু শুরু করে দিয়েছে সে দেশের সরকার।

বিস্ফোরণের পর লেবাননের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকারীরা এসে পৌঁছে গিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। পাঠানো হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্সও। আপাতত মৃতের সংখ্যা ৭৩ হলেও অনেকেই মনে করছেন উদ্ধার কাজ এগোলে তা বাড়বে। ধ্বংসস্তুপের নীচে অনেক মৃতদেহ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

https://twitter.com/santoshkr_08/status/1290767152350257153?s=19

লেবাননের এই ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যেই প্রান হারিয়েছে ৭৩ জন মানুষ। মারাত্মক ভাবে আহত কমপক্ষে ৪ হাজার। আজ সেখানে রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, আজ লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় বিচারের রায় ঘোষনার দিন ধার্য ছিল। ২০০৫ সালে তাকে খুন করা হয়। বিস্ফোরণ ও হত্যা মামলার যোগসূত্র রয়েছে বলেও মনে করছেন অনেকে।

https://twitter.com/ImHaya__Noor/status/1290819234721865730?s=19

 


সম্পর্কিত খবর