‘মহাদেবকে অপমান’, ‘ছুঁড়ে দিচ্ছেন…’, মমতার শিব পুজোর ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের এক ছবি ঘিরে। আসলে গতকাল তারকেশ্বরের মন্দিরে গিয়ে শিব পুজো করতে গিয়েছিলেন রুজিরা। ঘট হাতে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় অভিষেক পত্নীকে। অন্যদিকে গতকালই সামনে এল বন্দ্যোপাধ্যায় পরিবারের আরেক সদস্যের শিব পুজো করার ভিডিও।

গতকাল রাতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিওটি নিজের টুইটার থেকে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমজদার (Sukanta Majumdar)। আর সেই ভিডিও নিয়েই তোলপাড়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটি শিবমন্দিরে পুজো দিচ্ছেন।

পুরোহিতদের নির্দেশ মত মন্দিরে প্রবেশ করেন তৃণমূল সুপ্রিমো। তারপর মমতাকে বলতে শোনা যায়, ‘আমার পায়ে ব্যাথা আছে। আমি দাঁড়িয়ে পুজো করি?’ তখন মন্দিরে উপস্থিত পুরোহিতরা তাকে চেয়ার নিতে বললেও তিনি দাঁড়িয়েই পুজো করার ইচ্ছাপ্রকাশ করেন।

এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। এরপর ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে পুজো করার কারণে অনেকটা ওপর থেকেই সেই ফুল ,বেল পাতা, দুধ ঢালেন মমতা। যা আপাত দৃষ্টিতে দেখে কিছুটা অদ্ভুত লাগে। এই ইস্যুকে হাতিয়ার করেই সরব হয় বিজেপি। মহাদেবকে অপমান করেছেন মমতা। হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই অভিযোগ তোলেন বঙ্গ বিজেপির সভাপতি।

এদিন মমতাকে চরম কটাক্ষ করে সুকান্ত লেখেন, ‘তিনি (মমতা) যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি পুজো করায় বিশ্বাসী নন। পুজো করার সময় তার ভাব ভঙ্গিমায় কোনও ভক্তির প্রতিফলন নেই। আপনি তাহলে কেন পুজো বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান?’

Mamata Banerjee,Viral Video of Mamata Worshipping,Sukanta Majumdar,সুকান্ত মজুমজদার,মমতা বন্দ্যোপাধ্যায়,ভাইরাল ভিডিও,শিব পুজো,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকে সুকান্তর মতোই তোপ দাগতে শুরু করেছে মুখ্যমন্ত্রীকে। যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রীর পায়ে অস্ত্রোপচার হয়েছে বলেই তিনি এভাবে পুজো দিয়েছেন বলে জানা গিয়েছে।