একী কাণ্ড, চলন্ত ট্রেনে বিয়ে! ট্রেনের মধ্যে সিঁদুরদান হতেই থ সকলেই, মুহুর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে শীত। এই সময়টাতে একদিকে যেমন গোটা ভারতবর্ষ মেতে থাকে উৎসব নিয়ে, ঠিক তেমনই এই সময় শুরু হয়ে যায় বিয়ের মরশুম। সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের ছবি বা ভিডিও। আমাদের পরিচিত জনদের মধ্যে কেউ না কেউ বিয়ে সারছে না এই মরশুমে।

ভাইরাল ভিডিও:

তবে সম্প্রতি সমাজ মাধ্যমে অন্য এক ধরনের বিয়ের ভিডিও খুবই ভাইরাল হয়েছে। বিয়ের অনুষ্ঠান সাধারণত বাড়ি কিংবা কোনও অনুষ্ঠান হল ভাড়া করে হয়। কিন্তু কখনো চলন্ত ট্রেনে কাউকে বিয়ে করতে দেখেছেন? সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক দম্পতি বিয়ে করছেন ট্রেনের মধ্যে। চলন্ত ট্রেনে ছেলেটি মেয়েটির কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে।

আরোও পড়ুন : শুধু দিনেই নয়, এবার দার্জিলিংয়ে রাতেও পাবেন টয় ট্রেন! পর্যটকদের জন্য দুর্দান্ত চমক রেলের

কী দেখা যাচ্ছে ভিডিওটিতে?

তারপর তার গলায় বেঁধে দিচ্ছে মঙ্গলসূত্রের লকেট। ভিডিওতে দেখা যাচ্ছে এরপর একে অপরের গলায় পরিয়ে দিচ্ছে মালা। যখন এই সব কিছু ঘটছে তখন তাদের চারপাশে ভিড় করে রয়েছেন অসংখ্য মানুষ। ইনস্টাগ্রামে max_sudama_1999 নামক একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ‘চলন্ত ট্রেনে বিয়ে, বাহ বাহ কী জিনিস’।

 

View this post on Instagram

 

A post shared by Yadav Max Sudama (@max_sudama_1999)

 

আমজনতার প্রতিক্রিয়া:

এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। এমনকি অনেকে এই ভিডিও শেয়ারও করেছেন। এই পোস্টের কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের মজার কমেন্ট দেখা যাচ্ছে। এক জনৈক ব্যবহারকারী লিখেছেন, “এটি লাভ ম্যারেজ নয়, এটি ট্রেন ম্যারেজ।” আবার একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “বেঁচে থাকলে না জানি আর কী কী দেখতে হবে!”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X