জাতীয় পতাকা দিয়ে সাইকেল পরিস্কার করছিল ব্যক্তি, ভাইরাল ভিডিওর জেরে এখন শ্রীঘরে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের জাতীয় পতাকা প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের। আর সম্প্রতি, উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি সাইকেল দোকানের মালিককে সেই জাতীয় পতাকা নিয়ে তার সাইকেল পরিষ্কার করার দৃশ্য সামনে আসলো। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই হট্টগোল ছড়ায় গোটা এলাকায়। উত্তেজিত বিপুল সংখ্যক মানুষ কোতয়ালীতে পৌঁছে পুলিশের কাছে অভিযোগ জানায়। জানা যাচ্ছে, বিষয়টি নজরে আসার পর পুলিশ দ্রুত ওই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে আটক করেছে।

জাতীয় পতাকা অবমাননায় অভিযুক্ত রফিক নামের ওই সাইকেল মিস্ত্রি বনভুলপুরার 16 নম্বর লাইনের বাসিন্দা বলে জানা গিয়েছে। ‘রফিক সাইকেল ওয়ার্কস’ নামে তার একটি দোকান রয়েছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় রফিকের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই তার এই দোকানটি নজরে আসে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়,  রফিক তেরঙ্গা দিয়ে নিজের সাইকেল পরিষ্কার করছে। ভিডিওতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা স্পষ্ট দেখতে পায় যে, ওই ব্যক্তি প্রথমে সাইকেলটি পরিষ্কার করে এবং তারপর তার হাত থেকে পতাকাটি রাস্তার মধ্যেও লুটিয়ে যায়। তেরঙ্গা অবমাননার এই ঘটনায় গোটা এলাকায় বিতর্ক সৃষ্টি হয়।

https://twitter.com/VinodWayal12/status/1512357930040913920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1512357930040913920%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fhindi.opindia.com%2Fnational%2Futtarakhand-haldwani-viral-video-of-national-flag-disrespect-police-arrest-social-media%2F

মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে যায় সর্বত্র। এরপর কনিষ্ক নামের বিষ্ণুপুরী 10 নম্বর রামপুর রোডের এক বাসিন্দা ভিডিওটি দেখে অসংখ্য কর্মীদের নিয়ে রওনা দেন কোতয়ালীতে। সেখানে পৌঁছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তোলপাড় শুরু করেন বলে খবর । ফলে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বর্তমানে ভিডিওর ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর