জন্মদিনে অবিকল পুরুষাঙ্গের মতো কেক কেটে বিতর্কে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma) সম্প্রতি নিজের ৩০ তম জন্মদিন সেলিব্রেট করেন। আর এই জন্মদিনের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, নিয়া শর্মার জন্মদিনের কেকের আকৃতি এমন ছিল, যেটা অনেকেই সহ্য করতে পারেন নি। ভিডিও ভাইরাল হওয়ার পর নিয়া শর্মাকে নানান কটাক্ষ শুনতে হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় কেউ ওনার জন্মদিন পালন নিয়ে চটে যায়নি, সবার চটে যাওয়ার প্রধান কারণ ছিল নিয়ার বার্থডে কেক। অনেকেই নিয়ার ওই ভিডিওতে নিজের নিজের মতো মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। ১৭ ই সেপ্টেম্বর নিয়ার জন্মদিন ছিল, আর সেই উপলক্ষে নিয়ার ভাই আর বন্ধুরা তাকে সারপ্রাইস দেয়। কিন্তু নিয়ার বার্থডের ভিডিওতে সবার নজর ছিল নিয়ার কেকে।

নিয়া ভিডিও শেয়ার করে লেখেন, ‘সম্পূর্ণ সুরক্ষার সাথে এটা আমার জীবনের বিচ্ছিরি ৩০ তম বছর। আমার কাছে বলার ভাষা নেই, কিন্তু আমি মনে মনে খুবই খুশি। আমি বুঝতে পারছি না যে, কোথা থেকে শুরু করব?”

https://www.instagram.com/p/CFQCIXylRT_/?utm_source=ig_embed

X