মা সরস্বতীর পরিক্রমা করছে একদল ময়ূর, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে Viral Video

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিটি মানুষ, পশু, পাখিতে ভগবান বিরাজমান। আর এই কথা সময়ে সময়ে প্রমাণও হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একটি চমৎকার ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখে সবার মুখে চোখে হাসি ফুটে উঠছে আর মনেও ভক্তির সঞ্চার হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সবার মন জয় করে নিচ্ছে।

এই ভিডিওতে ময়ূরের একটি দলকে মা সরস্বতীর প্ররিক্রমা করতে দেখা যাচ্ছে। ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, ছাদে মা সরস্বতীর একটি মূর্তি রাখা আছে। আর ছাদে একঝাঁক ময়ূরও আছে। আর সেই ঝাঁকের থেকে তিনটি ময়ূর মা সরস্বতীর পরিক্রমা করা শুরু করে।

এই ভিডিওটি @Itishree001 নামের এক ট্যুইটার ইউজার ট্যুইট করেছেন। উনি ক্যাপশনে লেখেন, ‘খুবই সুন্দর আর মনমোহক দৃশ্য। সনাতনের শক্তি। ময়ূর মা সরস্বতীর পরিক্রমা করছে।” এই ভিডিও জার্মানির শ্রীপিঠ নিলয় আশ্রমের বলে জানা যাচ্ছে।

জানিয়ে দিই, এই ভিডিওটি এখনো ৮২ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে। এর সাথে সাথে ১৩ হাজারর বেশি মানুষ ভিডিওটি লাইক করেছে। এছাড়াও এই সুন্দর ভিডিওটি ২ হাজার ৭০০ বারের বেশি রিট্যুইট হয়েছে।

সম্পর্কিত খবর

X