শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য জোরাজুরি! রাজি না হতেই বেধড়ক মার বৌমার, তারপরে যা হল…..

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য চাপ তৈরি করছিলেন স্ত্রী। স্বামী সেই দাবি না মানায় শাশুড়িকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করলেন বৌমা। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন এক যুবক। যুবকের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী চাপ সৃষ্টি করছিলেন যাতে তিনি তাঁর মাকে কোনও বৃদ্ধাশ্রমে রেখে আসেন।

মধ্যপ্রদেশে শাশুড়ি-বৌমার অশান্তি, ভিডিও ভাইরাল (Viral Video)

তবে মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্ত্রীর প্রস্তাবে রাজি হননি তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাশুড়িকে (Mother in law) চুলের মুঠি ধরে বেধড়কভাবে মারছেন তাঁরই নিজের বৌমা। আক্রান্ত মহিলার ছেলে জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি ও তাঁর মা আতঙ্কিত।

আরও পড়ুন : ‘পার্থ বা তার নাম করে টাকা তোলা হচ্ছে সেটা দল জানত বলেই ওকে আর শিক্ষামন্ত্রী করা হয়নি’, যা বলেছিলেন কুণাল

এমনকি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন এই যুবক। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছেন গোয়ালিয়রে (Gwalior) বাসিন্দা বিশাল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে একই বাড়িতে স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করতেন বিশাল বত্রা। গাড়ির যন্ত্রাংশের দোকানের কর্ণধার বিশাল। বিশালের অভিযোগ, গত প্রায় এক বছর ধরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য চাপ সৃষ্টি করছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন : নওশাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক! কি হল হঠাৎ?

মায়ের অসুস্থতার কারণে স্ত্রীর প্রস্তাবে রাজি হননি বিশাল। সেই ঘটনার সূত্র ধরে কিছুদিন আগে শ্বশুরবাড়ির লোকজন ব্যাপক মারধর করেন তাঁর মাকে। এমনকি দুষ্কৃতী লাগিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ। বিশালের মা সরলা দেবী জানিয়েছেন, গত ১ তারিখ সামান্য একটি বিষয় নিয়ে অশান্তি লাগে বৌমার সাথে। এরপর তাঁর পুত্রবধূ ফোন করে গোটা ঘটনা জানান বাবাকে।

Viral video of Woman Beating Mother-In-Law

তারপর বৌমার বাবা ও কয়েকজন দুষ্কৃতী এসে চড়াও হয় তাঁদের বাড়িতে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এদিন শ্বশুর ও শ্যালক আচমকাই চড় মারেন বিশালকে। পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে কয়েকজন দুষ্কৃতীর হাতে আক্রান্তও হতে হয় সরলা দেবীর ছেলেকে। এমন সময়ে ছেলেকে বাঁচাতে এলে সরলা দেবীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সরলা দেবীর বৌমা চুলের মুঠি ধরে ঘুষি মারতে থাকেন তাঁকে।

গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত বত্রা পরিবার। বিশাল বত্রার অভিযোগ, থানায় গেলে সেখানেও তাঁকে খুনের হুমকি দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি তাদের বাড়ি থেকে বের করে তালাও মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন স্ত্রী। মীরাটের সৌরভের মতো পরিণতি যাতে তাঁদের না হয়, জল ভরা চোখে এখন তেমনটাই আবেদন মা ও ছেলের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X