একে অপরের কানে বাজাতে হল বাঁশি! ভিড়ের মধ্যে জোরে বাঁশি বাজানোর শাস্তি দিল পুলিস, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে ‘বাঘে ছুঁলে এক ঘা, আর পুলিসে ছুঁলে ১৮ ঘা।’ কথাটা যে কতটা বাস্তব তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুই যুবক। বিভিন্ন পুজোয় উচ্চস্বরে লাউড স্পিকার (Loud Speaker) বাজানোর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিস। তাতে সাময়িক কিছুটা মাইকের দাপট কমলেও দীর্ঘস্থায়ী কোনও পরিবর্তন আসে নি। আর তাই এবার এক অভিনব পন্থা অবলম্বন করল রাজ্য পুলিস। জোরে গান বাজিয়ে প্রতিমা বিসর্জন করতে যাওয়ার অপরাধে অভিনব এক শাস্তি দিল পুলিস।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওটি আপলোড করেছেন জাইবুল হক নামে ইসলামপুরের বাসিন্দা এক যুবক। নিজের ফেসবুক একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছেন জাইবুল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিস পাকড়াও করেছে দুই যুবককে। তাদের পিছনে তখনও চলছে উচ্চস্বরে গান। পুলিস আধিকারিক তাঁদের নির্দেশ দেন একে অপরের কানের কাছে জোরে বাঁশি বাজাতে। যাতে তাঁরা বুজতে পারেন জোরে মাইক বা লাউডস্পিকার বাজালে সাধারণ মানুষের কতটা অসুবিধা হতে পারে।

পুলিসের নির্দেশ মতো তাঁরা একে অপরের কানের কাছে জোরে বাঁশি বাজায়। এতে দু-জনেরই অস্বস্তি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। তাদের শাস্তি এখানেই শেষ হয়নি। বাঁশি পর তাদের আবার কান ধরে উঠবোসও করতে দেখা যায়। তাঁরা প্রথমে একে অপরের কানের কাছে আস্তে করে বাঁশি বাজাতে চাইলেও তাতে বাধ সাধেন পুলিস আধিকারিক। তিনি বারবার জোরে বাঁশি বাজাতে বলতে থাকেন। অবেশেষে আর কোনও উপায় না দেখে পুলিসের কথাই মেনে নিতে বাধ্য হয় দুই যুবক।

২৭ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি শেয়ার করেছেন প্রায় সাড়ে ৯ হাজার মানুষ। মূল ভিডিওটিতে কমেন্ট করেছেন ৯৭ জন নেট নাগরিক। সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিতে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে অনেকে বলেছেন পুলিস আইনত ব্যবস্থা নিতেই পারত। কিন্তু এটা করার অধিকার পুলিসের নেই। আবার অনেকেই পুলিসকে সাধুবার জানিয়েছে অভিনব এই শাস্তির ব্যবস্থা করার জন্য।

Sudipto

সম্পর্কিত খবর