ভাইরাল ভিডিও: রাস্তায় পড়ে রয়েছে মৃত ময়ূর,জাতীয় পতাকায় মুড়ে শেষ শ্রদ্ধা পুলিশের

বাংলাহান্ট ডেস্কঃ ভারত এক অনন্য সংস্কৃতির দেশ৷ ভারতীয় সংবিধানে যেমন সকল মানুষের অধিকার সমান, তেমনই সমান অধিকার সকল পশু পাখিরই। বর্তমানে সামাজিক মাধ্যমে যখন একের পর এক ভয়াবহ পশু অত্যাচারের খবর ভেসে আসছে। তখন ভারতের জাতীয় পাখি ময়ূরকে জাতীয় পতাকায় মুড়ে জানানো হল শেষ শ্রদ্ধা। মুহুর্তে ভাইরাল ভিডিওটি (viral video) মন ছুঁয়ে গিয়েছে সকল দেশবাসীর।

exotic peacock

   

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। বেশ কিছুদিন ধরে ক্রমাগত পশু নির্যাতনের ছবি দেখে দেখে ক্লান্ত নেটপাড়ায় একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

ভাইরাল ভিডিওটি ভারতের ঠিক কোন অঞ্চলের জানা যায় নি। ভিডিও তে দেখা যায় রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছে এক ময়ূরের মৃতদেহ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্তারা জাতীয় পতাকায় যথোচিত সম্মানের সাথে মুড়ে দিচ্ছেন রাষ্ট্রীয় পাখির মরদেহ। তারপর সেই মরদেহকে যথা যোগ্য সম্মানের সাথে নিয়ে যেতেও দেখা যায় ভিডিওটিতে।

ভিডিওটি পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। কয়েক ঘন্টায় এই ভিডিওটি দেখে ফেলেছেন ৭৪ হাজারের বেশী মানুষ। লাইক পড়েছে ৮ হাজার ১০০ এর বেশি। ভিডিও এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় পাখি ময়ূরের মৃতদেহকে জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় জানতাম তবে দেখলাম এই প্রথম। কমেন্ট বক্সে নেটিজেনরা এই প্রসঙ্গে ভারতীয় সংস্কৃতির গুনগান গেয়েছেন। যদিও এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ময়ূরের পাখা বিক্রি নিয়ে। তিনি বলেছেন, ময়ূরের পাখা যখন বিক্রি হয় তখনও কোনো ময়ূরকে মেরেই তা বিক্রি করা হয়, তখন ময়ূর যে জাতীয় পাখি তা মনে থাকে না।

 

সম্পর্কিত খবর