সারাদিন কাজের পর রাতে দশ কিলোমিটার দৌড়! সেনাবাহিনীতে সুযোগের অপেক্ষায় যুবক

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক জীবন যুদ্ধ সংগ্রামের ছবি দেখতে পাই। বর্তমানে পরিচালক বিনোদ কাপ্রির পোস্ট করা একটি ভিডিওতে এমনই এক যুবকের জীবন যুদ্ধের ছবি ফুটে উঠেছে সকলের সামনে। কি রয়েছে সেই ভিডিও তে দেখে নিন।

ঘটনাটি নয়ডা এলাকার। মধ্যরাতে শুনশান রাস্তায় দৌড়ে চলেছে একটি যুবক এবং পরিচালক বিনোদ সেই যুবকটিকে তার গাড়িতে লিফট দেওয়ার কথা বললেও সেই যুবকটি তাতে সায় দেয়না। এখন আপনারা মনে করছেন যুবকের এহেন কান্ড ঘটানোর কারণ কি! আসলে যুবকটি সকাল থেকে রাত পর্যন্ত ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে কর্মরত থাকে এবং তার গভীর ইচ্ছা যে ভবিষ্যতে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু কাজ করার কারণে সে প্রশিক্ষণ করার জন্য যথেষ্ট সময় পায়না এবং সেই কারণেই বাড়ি ফেরার সময়টিকে কাজে লাগায় সে।

https://twitter.com/vinodkapri/status/1505535421589377025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1505535421589377025%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fviral-video-19-year-old-runs-10-km-to-his-noida-home-every-night-31647846651420.html

রেস্টুরেন্ট থেকে বাড়ি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা সে দৌড়ে পার করে এবং এর ফলে একদিন সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে সেই বিষয়েও নিশ্চিত প্রতীক মেহেরা নামের এই যুবকটি। পরিচালকের পোস্ট করা এই ভিডিওটি তৎক্ষণাৎ ভাইরাল হয় এবং ভিডিওটি সামনে আসতেই আবেগে ভাসছে সকলে। সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের মন্তব্য এ জানিয়েছেন যে, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কতটা দৃঢ় মানসিকতার দরকার পড়ে সেটি স্পষ্ট হয়ে যাচ্ছে প্রদীপ মেহেরা নামের যুবকটিকে দেখে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন যে তার পক্ষে সম্ভব হবে সে বিষয়ে বিশ্বাস সকল দেশবাসীর।

Sayan Das

সম্পর্কিত খবর