পাক সীমান্তে অতন্দ্র প্রহরায় মহিলা জাওয়ান! তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ভারত পাক সীমান্তে (india pakistan border) অতন্দ্র প্রহরী রূপে কর্তব্যরত তিন মহিলা জাওয়ানের ভিডিও ভাইরাল (viral video) হয়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওটি ঠিক কোন অঞ্চলের জানা না গেলেও, এই তিন রাইফেল ওম্যানকে (rifle woman) ঘিরে এই মুহুর্তে নেটদুনিয়ায় বইছে প্রশংসার বন্যা।

ভাইরাল ভিডিওতে সীমান্তে প্রহরারত তিন জাওয়ানকে নিজেদের পরিচয় দিতে দেখা যায়৷ তবে জানা যায়নি তারা কোন রেজিমেন্টের। তবে ভারতের এক প্রাক্তন সেনা আধিকারিক জানিয়েছেন তারা অসম রাইফেলস রেজিমেন্টের।

ভাইরাল ভিডিওটি সম্মন্ধে নেটপাড়াকে অবগত করেছেন ভারতীয় সেনার প্রাক্তন লিউটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া। তিনি লেখেন, অসম রাইফেলস দেশের অন্যতম সেরা বাহিনী। মেজর জেনারেল হিসেবে কর্মজীবনের এক সময় তিনি অসম রাইফেলসের এক ডিভিশনের কম্যান্ডার ছিলেন । তবে তিনি জানিয়েছেন, ভাইরাল ভিডিওতে থাকা মহিলা সেনানিরা জম্মু ও কাশ্মীর সীমান্তে কর্তব্যরত নয়। ভিডিওটি ১ নম্বর জাতীয় সড়কের, বর্তমানে সেখানে রাইফেল ওম্যানদের মোতায়েন রাখা হয়েছে।

প্রসঙ্গত, আসাম রাইফেলস ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনী। ইউনিটটি ১৮৩৩ সালে কাচার লেভি নামে ব্রিটিশদের অধীনে গঠিত একটি আধাসামরিক পুলিশ বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করে। তার পর থেকে বেশ কয়েকবার নাম পরিবর্তন হয়েছে – আসাম ফ্রন্টিয়ার পুলিশ (1883), আসাম সামরিক পুলিশ (1891) এবং পূর্ব বাংলা এবং আসাম সামরিক পুলিশ (1913), অবশেষে আসাম রাইফেলস (1917)। আসাম রাইফেলস প্রথম বিশ্বযুদ্ধ ( ইউরোপ এবং মধ্য প্রাচ্যে ), দ্বিতীয় বিশ্বযুদ্ধ (মায়ানমার) সহ বহু যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছে।

X