রাস্তার জমা জলে আয়েস করে ভেলায় ভেসে যাচ্ছে দুই যুবক! চরম ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : মুম্বাইয়ের (Mumbai) ভয়ংকর বৃষ্টির একাধিক ভিডিও ভাইরাল (viral video) হলেও এই ভিডিওটি সমস্ত স্পটলাইট নিজের দিকে কেড়ে নিয়েছে। আর ভিডিও দেখে নেটাগরিকদের একজন নাম দিলেন ‘রিভার রাফটিং লাইট’.

প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বাইও   সংলগ্ন এলাকা। আবহাওয়া দপ্তর এর তথ্য বলছে গত ৪৬ বছর এত বৃষ্টি হয়নি বাণিজ্য নগরীতে। আবহাওয়া দপ্তরের আরেক রিপোর্ট বলছে, আগস্ট মাসে মুম্বাইয়ে গড় যে পরিমান বৃষ্টি হয় তা এবার প্রথম ৫ দিনেই হয়েছে। এমতাবস্থায় শহর মুম্বাইয়ে কোথাও হাঁটুজল তো কোথাও কোমর জল।

আর সেই জলেই গদি জাতীয় কিছুকে ভেলা বানিয়ে রাজপথে ভেসে পড়লেন দুই যুবক। তবে তা কোনো প্রয়োজনে নয়। নিছক আনন্দেই তারা মাতলেন এই খেলায়। ভেলার ওপর তাদের দেখা যায় আরাম করে শুয়ে থাকতে। যেন বৃষ্টি, বন্যা, করোনা কোনো কিছুতেই কিছু যায় আসে না। ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ইতিমধ্যেই ৭৩ হাজার নেটাগরিক দেখে ফেলেছেন ভিডিওটি।

প্রসঙ্গত, আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পশ্চিম মুম্বইয়ের মাতুঙ্গার তুলসী পাইপ রোডে একটি খোলা ম্যানহলের সামনে পাঁচ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রইলেন মহিলা। লাঠি হাতে ট্রাফিক গার্ডের মতই সতর্ক করলেন পথচারী থেকে সাইকেল আরোহী ও গাড়িগুলিকে। বলা বাহুল্য সেই দ্বায়িত্ব তাকে কেউ দেয় নি। দেশ সেবার দ্বায়িত্ব কেউ কাউকে দেয় না, দেশের প্রতি কর্তব্য আমাদের সকলের,  তা আরেকবার মনে করিয়ে দিলেন এই অজ্ঞাত পরিচয় মহিলা।

সম্পর্কিত খবর

X