চলন্ত ট্রেনে দুরন্ত ব্যাকফ্লিপ খুদের, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

Published On:

viral video : ইন্টারনেটের এই যুগে ছোট হোক বা বড় কারওই প্রতিভা গোপন নেই। নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও এর দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছে অনেক প্রতিভাই। সম্প্রতি, একটি ছোট শিশুর একটি স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এই ভিডিওটি যে দেখছে সেই অবাক হচ্ছে। ভিডিওতে লাল টি শার্ট, কালো হাফ প্যান্ট পরিহিত  এক শিশুকে চলন্ত ট্রেনের ভিতরে একটি আশ্চর্যজনক স্টান্ট করতে দেখা যায় । পায়ে তার জুতো নেই। অত্যাশ্চর্য শৈলীতে চলন্ত ট্রেনের অভ্যন্তরে ব্যাকফ্লিপ করে ভাইরাল হয়ে গিয়েছে সে।

চলন্ত ট্রেনে খুদের ভারসাম্য তৈরি এবং ব্যাকফ্লিপ করাত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে। ভিডিওটি ইনস্টাগ্রামে আরিফ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে । যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটজনতা।

ভিডিওটি স্লো-মোশন এফেক্ট ব্যবহার করে তৈরি করা যাতে ব্যাকফ্লিপটি পরিষ্কারভাবে দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ফেলেছে ৩ লাখ নেটিজেন। প্রত্যেকেই বলছেন, ব্যাকফ্লিপের মত স্টান্ট যা এমনিতেই করা অত্যন্ত কঠিন। চলন্ত ট্রেনে তা করে দেখিয়ে এক অসম্ভবকে সম্ভব করেছে খুদে। দেখে নিন ভাইরাল ভিডিওটি

https://www.instagram.com/reel/CHCZ__5HS3q/?igshid=mrtm906veno8

X