বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের চারদিক এখন ভুয়ো শিক্ষক নিয়ে তোলপাড়। এরই মধ্যে মধ্যপ্রদেশের একটি স্কুলে শিক্ষিকার পড়ুয়াদের পড়ানোর যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠলো।সামান্য ৪৪১ কে ৪ দিয়ে ভাগ করতে পারলেন না শিক্ষিকা! এমন একটি সহজ ভাগের অংক কষতে পারা ছোট্ট পড়ুয়াদের কাছেও খুবই সামান্য ব্যাপার। কিন্তু একজন শিক্ষিকা হওয়া সত্ত্বেও তিনি এই অংকটি করতে পারলেন না। আর তার ফলস্বরূপ তাকে খোয়াতে হলো শিক্ষিকার চাকরি।
মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বিরসা ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ মোহগাঁও প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে।সোনা দূর্ভে নামক ঐ শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত ছিলেন।বালুঘাটের সংগ্রাহক এবং জেলাশাসক গিরিশ কুমার মিশ্র আসেন স্কুল পরিদর্শন করতে।
প্রথমে তারা পড়ুয়াদের এই অংকটি করতে দেন। দুর্ভাগ্যের বিষয় কোনও পড়ুয়াই এই অংকটি সঠিকভাবে করে দেখাতে পারেনি। এরপর জেলা শাসক ওই প্রধান শিক্ষিকাকে অংকটি করে দেখাতে বলেন। অবিশ্বাস্যভাবে ওই প্রধান শিক্ষিকা এই সামান্য ভাগটুকু করতে পারেননি। তারপর এই প্রধান শিক্ষিকাকে পদ থেকে বরখাস্তের নির্দেশ দেন জেলা শাসক গিরিশ কুমার মিশ্র।
প্রধান শিক্ষিকা সোনা দূর্ভে স্কুল পরিদর্শকদের জানান, দীর্ঘ লক ডাউনের জেরে পঠন-পাঠন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়েছে। অনেকে জানা বিষয়ও ভুলে গেছে। তাদের নতুন করে আবার সবকিছু পড়াশোনা শুরু করা হচ্ছে। সূত্রের খবর মধ্যপ্রদেশের এই প্রাথমিক স্কুলটিতে রয়েছেন মোট ৯৮ জন পড়ুয়া । তাদের জন্য দায়িত্বে আছেন চারজন শিক্ষক শিক্ষিকা।