হেলমেট ছাড়া একটা স্কুটিতে সাত সওয়ারি, তারপর যা হল কল্পনা করতে পারবেন না… তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Viral Video seven friends roam around the area on a scooty video goes viral

বাংলা হান্ট ডেস্ক: এ যেন পুরো ‘হাম সাথ সাথ হ্যায়’ মতন ছবি। অভিভাবকদের ফাঁকি দিয়ে রাতে স্কুটি নিয়ে রাস্তায় নেমে পড়লে সাত জন বন্ধু। তাদের কারো মাথায় নেই হেলমেট। পাশাপাশি একটি স্কুটিতে উঠেছে সাতজন বন্ধু। স্কুটি থেকে কাউকে আবার ঝুলতে থাকতে দেখা গেল। এই সাতজন বন্ধুর মধ্যে মাত্র একজনই প্রাপ্তবয়স্ক। বাকিরা সবাই কিশোরের গণ্ডি পার করতে পারেনি।

এই ঘটনাটির ভিডিও করেন এক প্রত্যক্ষদর্শী। আর এই স্বাদ আরোহী কে একসঙ্গে স্কুটিতে দেখে থ পথচারীরা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্তদের কড়া শাস্তি দিয়েছেন। (ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

হেলমেট ছাড়া স্কুটারে ঝুলে রাস্তায় হুল্লোড় সাত বন্ধুর, ভাইরাল ভিডিও (Viral Video)

একসঙ্গে একটি স্কুটিতে সাত বন্ধুর মিলে সারা এলাকা দাপিয়ে বেড়ালেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, ওড়িশার (Odisha) সম্বলপুরে (Sambalpur)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হেলমেট ছাড়া সাত আরোহী একটা স্কুটিতে বসে যাচ্ছেন। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এক প্রত্যক্ষদর্শী সেই দৃশ্যটি ভিডিও তুলে রাখেন। স্থানীয়দের নজরে পড়লে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। তাতেও ওই সাত গুনধরের কিছু যায় আসেনি।

Viral Video seven friends roam around the area on a scooty video goes viral

আরও পড়ুন: সরষে বা ভাপা নয়, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশের এই পদটি, রইল রেসিপি

‘Anonymous_girl’নামের অ্যাকাউন্ট এক ইউজার টুইটারে (X Post) ভিডিওটি পোস্ট করেন। সেই ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে (Video) দেখা গেছে যে, একটি স্কুটিতে সাত জন বসে রয়েছে। চালকের পিছনে আরোহীর আসনে বসে রয়েছে পাঁচ জন। বাকি দু’জন স্কুটার থেকে ঝুলে রয়েছে। আর অন্য আরোহীরা ঝুলে থাকা আরোহীদের ধরে রয়েছে। এমনকি ওই সাতজনের কারো মাথায় নেই হেলমেট। সাত গুনধর হইহই করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের চোখে পড়ে। তারপর পুলিশের তরফ থেকে এই ঘটনা তদন্ত শুরু করা হয়। অবশেষে সিসিটিভি ফুটেছি দেখে ওই স্কুটিটিকে চিহ্নিত করা হয়। পাশাপাশি স্কুটির মালিকের বাড়িতে হাজির হয় পুলিশ। এরপর ট্রাফিক ভাঙার জন্য তাদের গ্ৰেফতার করা হয়। এছাড়াও স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়। ও স্কুটির মালিকের কাছ থেকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।