‘মধ্যপ্রদেশ ছেড়ে পালাও নাহলে ১০ ফুট নীচে পুঁতে দেব” মাফিয়াদের হুঁশিয়ারি শিবরাজ সিংহের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেরশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (Shivraj Singh Chouhan) রাজ্যের গুণ্ডা-বদমাশদের রাজ্য ছেড়ে পালানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ রাজ্য ছেড়ে পালাও, নাহলে ১০ ফুট নীচে পুঁতে দেব কেউ জানতে পারবে না।” শিবরাজ সিংহ শুক্রবার কৃষক সন্মেলনের একটি অনুষ্ঠানে গুণ্ডাদের এই হুঁশিয়ারি দেন।

কৃষক সন্মেলনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, ‘আজকাল আমি খতরনাক মুডে আছি, গড়বর যারা করছে তাঁদের ছাড়ব না। মামা এখন ফর্মে আছে। মাফিয়াদের বিরুদ্ধে রাজ্য জুড়ে অভিযান চালানো হচ্ছে। যারা রাজ্যে সন্ত্রাসের আবহ সৃষ্টি করতে চাইছে, যারা অন্যের জমি জবরদস্তি দখল করতে চাইছে, তারা কান খুলে শুনে নাও … মধ্যপ্রদেশ ছেড়ে পালাও নাহলে ১০ ফুট মাটির নীচে পুঁতে দেব, কেউ জানতে পারবে না।”

এর আগেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান রাজ্যের মাফিয়াদের সতর্ক করে বলেছিলেন, শুধরে যাও নাহলে মামা তোমাদের ধুলোয় মিশিয়ে দেবে। এছাড়াও তিনি ধর্মপরিবর্তন করা আর লাভ জিহাদিদেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। উনি বলেছিলেন যে, আজকাল কিছু মানুষ বাইরে থেকে এসে গড়বর করার চেষ্টা করছে। ধর্মপরিবর্তন করাচ্ছে। মনে রাখবে, আমাদের মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তিনি রাজ্যের মহিলাদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের মামা কথা দিচ্ছে যে, যতদিন বেঁচে থাকব ততদিন তোমাদের জন্য করব, তোমাদের সুরক্ষা দেব।

X