বাংলা হান্ট ডেস্ক: একি কাণ্ড! বিশাল এক অজগর (Python)। অজগরকে খালি হাতে ধরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ৪-৫ জন নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar pradesh) বুলন্দশহরের জাহাঙ্গীরবাদ এলাকায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় হইচই পড়ে যায়। পাশাপাশি এই ঘটনার ভিডিওটি ভাইরাল ( Viral Video) সমাজ মাধ্যমে। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
A 15-foot-long giant python was spotted in Bulandshahr UP. Villagers and children captured the python with their hands.
pic.twitter.com/CyDHNkH655— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 7, 2025
১৫ ফুটের সাপকে লোকালয় থেকে উদ্ধার করে গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও (Viral Video)
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে একটি ১৫ ফুটের অজগর সাপকে খালি হাতে ধরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ৪-৫ জন নাবালক। সূত্রের খবর, অজগরটিকে প্রথমে গ্রামবাসীরা দেখতে পান। যার কারণবশত সাপটিকে ধরার ব্যবস্থা করে।
বনদফতরকে খবর না দিয়েই চলে এই উদ্ধার কাজ। এমনকি এই বিশালাকার সরীসৃপকে দেখতে আশেপাশের এলাকা ও গ্রামের লোকজনেরা ভিড় জমাতে শুরু করে। সরীসৃপটিকে একদল কিশোর কোলে তুলে বুলন্দশহরের রাস্তায় ঘুরতে থাকে। এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। বর্তমানে এই ভিডিও ভাইরাল।
‘ঘর কা কলেশ’ এক্স হ্যান্ডেলের এই ভিডিওটি রিপোস্ট করে। ভিডিওতে দেখা গিয়েছে ১৫ ফুটের সাপকে লোকালয় থেকে উদ্ধার করে সেটিকে হাতে তুলে নিয়ে কয়েক জন কিশোর রাস্তা দিয়ে দৌড়তে থাকে। প্রচুর লোকজন জমা হয়ে যান এলাকায়। এমনকি উৎসাহী কিশোরেরা অজগরটিকে হাতে তুলে নিয়ে পোজ দিয়ে ভিডিয়ো তৈরি করতে থাকে। আর সেই দৃশ্যই ধরা পড়েছে ভিডিওতে।
আরও পড়ুন: বর্ষায় পাহাড়ে যেতে মন চাইছে, কিন্তু হাতে সময় কম! খুব কাছেই ঘুরে আসুন পুরুলিয়ার পাহাড়পুর
এই ভিডিও দেখে শিউরে উঠেছে নেটিজেনরা। এমনকি বহুনেটিজেন মনে করছেন, বিশালাকৃতির সাপকে নিয়ে যেন খেলায় মেতেছে নাবালক গুলি। পাশাপাশি বন্যপ্রাণী নিয়ে গ্রামবাসীদের এরকম আচরণ দেখে প্রশ্ন তুলেছে কেউ কেউ। এমনকি এই ভিডিওটি ইতিমধ্যে আড়াই লক্ষের কাছাকাছি মানুষ দেখেছে।