অনন্ত আম্বানির ‘রিস্ট ওয়াচ’ দেখে তাজ্জব জুকারবার্গ! ১৪ কোটির সেই ঘড়ির জন্য বায়না জুড়লেন মেটা সিইও

বাংলাহান্ট ডেস্ক : অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান নিয়ে এখন সবার উৎসাহ তুঙ্গে। গত ৩ দিন ধরে এই অনুষ্ঠান চলছে গুজরাটের জামনগরে। আম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান ঘিরে এখন সাজো সাজো রব। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে।

ভারতের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যানও যোগদান করেছিলেন এই অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির সাথে কথা বলছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী।

আরোও পড়ুন : ছিলেন ৯ হাজারের নাইট গার্ড! পেলেন ৭৩-৮৩ হাজারের জোড়া সরকারি চাকরি, সাফল্যের রহস্য তাক লাগাবে

এই বার্তালাপ চলার সময় মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রীর নজর যায় অনন্ত আম্বানির হাতের দিকে। সেই সময়ে অনন্ত আম্বানির হাতে ছিল ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যেও অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানা ধরনের উন্নতমানের প্রযুক্তি।

আরোও পড়ুন : তৃণমূলে বিরাট ধাক্কা! পদত্যাগ করছেন বিধায়ক তাপস রায়, আজই BJP-তে যোগদান?

মার্ক এবং চ্যান এই বহু মূল্য হাত ঘড়ি দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। তারপর চ্যানকে বলতে শোনা যায়,  ‘ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।’ এরপর মার্ক বলে ওঠেন, ‘হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি। আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’

https://twitter.com/Radhika8057/status/1764161386001662346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1764161386001662346%7Ctwgr%5Ead77a5ff2263b538b4e274bf623873dc0104dc16%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-7510967373576056031.ampproject.net%2F2402141842000%2Fframe.html

গুজরাটের জামনগরে ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত বসেছিল রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বহু তারকা ও ব্যবসায়ী। বলতে গেলে গোটা পৃথিবীর নক্ষত্ররা এই তিনদিন উপস্থিত ছিলেন জামনগরে। রিহানার মত তারকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পেয়েছিল আলাদা মাত্রা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর