সৌরভ গাঙ্গুলির কন্যা সানার নাচের ভিডিও হল ভাইরাল, প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা

Published On:

viral video : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির (sourav Ganguly)  কন্যা সানা গাঙ্গুলির নাচের ভিডিও এই মুহুর্তে নেটপাড়ার মন জয় করে নিয়েছে৷ তুমুল ভাইরাল ভিডিওতে নেটপাড়ায় প্রশংসিত হচ্ছে সৌরভ কন্যা।

সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি একজন প্রথিতযশা ওড়িশি নৃত্যশিল্পী। তিনি গুরু কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে তাঁর নাচের পাঠ গ্রহণ করেছিলেন। তার একটি ডান্স ট্রুপ দীক্ষা মাঞ্জারি রয়েছে। ১৯৯৭ সালে ডোনা ও সৌরভ বিবাহ সূত্রে আবদ্ধ হন। ২০০১ সালে তাদের কন্যা সানা জন্মগ্রহণ করে।

ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করা হয়েছে প্রিন্স অফ ক্যালকাটা নামের একটি ফেসবুক পেজে (ভেরিফায়েড নয়)। ভিডিওতে নীল রঙের নৃত্যের পোশাকে সানাকে নাচ করতে দেখা যাচ্ছে। যদিও ভিডিও এর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি বলিউড হিন্দি গান। সম্ভবত কোনো বসন্তোৎসবের অনুষ্ঠান থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে গিয়েছে এই ভিডিওটি। ৩০ হাজারের বেশি নেটাগরিক এই ভিডিওতে রিঅ্যাকশন দিয়েছে। মন্তব্য বাক্সে উপচে পড়েছে প্রশংসার ঢেউ। দেখে নিন ভিডিও টি

https://www.facebook.com/102343178131277/posts/162310998801161/?sfnsn=wiwspwa

X