বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। আর তা নিয়েই তোলপাড় সে রাজ্যের রাজনীতি। প্রথম তিন দফার ভোট মিটেছে আগেই। আগামীকাল চতুর্থ দফার ভোট যোগী রাজ্যে। এরই মধ্যে নিজের বাড়িতে বিজেপির পতাকা উড়তে দেখে কান্না জুড়লেন সমাজবাদী পার্টির এক প্রার্থী। কাঁদতে কাঁদতে রীতিমতো বেহুঁশ অবধি হয়ে যেতে দেখা যায় তাঁকে।
বালিয়া সদর বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন নারদ রাই। এদিন ওই বিধানসভা অঞ্চলের খোদি পাকদ গ্রামে প্রচার সারছিলেন তিনি। প্রচার শেষে নিজের পৈতৃক বাড়িতে পৌঁছান নেতা। আর সেই বাড়িতেই বিজেপির পতাকা দেখে কার্যতই নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যায় গাড়ি নিয়ে প্রচার সারতে সারতে নিজের পৈতৃক বাড়ির সামনে এসে হাজির হন নারদ রাই। বাড়িতে ঢোকার মুখেই বাড়ির উপর বিজেপির পতাকা উঠতে দেখন তিনি। এরপরই পৈতৃক বাড়িতে বিজেপির পতাকা দেখে কাঁদতে শুরু করেন তিনি। কাঁদতে কাঁদতেই ভাষণ দিতে থাকেন নারদ। শেষমেষ বক্তৃতা দিতে দিতেই গাড়ির মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই সমাজবাদী পার্টির নেতা।
बलिया में अपने ही घर मे बीजेपी का झंडा देख सपा प्रत्याशी नारद राय हुए बेहोश।
बीजेपी झंडा देख प्रचार वाहन पर खड़े-खड़े रोने लगे और फिर बेहोश होकर गिर गए,माइक भी छूटा। pic.twitter.com/WA0d4c1BB3— Ajay Singh (@ajaysingh0018) February 22, 2022
ওই বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের বাড়িতে আগুন লাগাতে চাইছে। ভগবান করুন একদিন দিন বদলে যাবে, তখন আজ যারা আমার বাড়িতে আগুন লাগাতে চাইছে তারাও নিরাপদে থাকবে না।’ নিজের বাড়ির দিকে দেখিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের বাড়ি। যারা আমাদের বাড়িতে বিজেপির পতাকা লাগায়, যারা আমার হৃদয় ভেঙে দেয় আমি প্রার্থনা করি তাদের যেন ক্ষতি না হয়। আমি কারও ক্ষতি করতে চাই না। কিন্তু আমার সঙ্গে অন্যায় হচ্ছে।’ এই কথা বলতে বলতেই গাড়ির মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়তে দেখা যায় তাঁকে।
জানা যাচ্ছে, সমাজবাদী পার্টির নেতা নারদ রাইয়ের ভাই বশিষ্ঠ রাই সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। যার ফলে ওই বাড়িতে উড়ছে বিজেপির পতাকা। আর সেই ব্যাপারটিতেই একেবারেই খুশি নন নারদ। স্বভাবতই ঘটনার ছেড়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।