শালিক পাখি অনায়াসে উচ্চারণ করছে “হরে কৃষ্ণ” নাম! মন ছুঁয়ে যাবে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন যাঁরা বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন। পাশাপাশি বাড়িতে থাকার সময় বেশ কিছুটা সময় পোষ্যদের সাথে অতিবাহিতও করেন তাঁরা। এদিকে সাধারণত ওই তালিকায় থাকে কুকুর-বিড়ালের মত প্রাণীগুলি। তবে, অনেকে আবার পাখিকেও পোষ্য হিসেবে পালন করেন। মূলত, গ্রামাঞ্চলে এই ছবি বেশি দেখা যায়। আবার, এমন কিছু পাখি রয়েছে যেগুলি মানুষের মতো কথাও বলতে পারে। এমনকি, এই সংক্রান্ত নানান ভিডিও সোশ্যাল মিডিয়া (Social Media) মারফত আমরা ইতিমধ্যেই দেখেছি।

তবে, বর্তমান প্রতিবেদনে আমরা এমন একটি ভাইরাল হওয়া ভিডিওর প্রসঙ্গ উপস্থাপিত করব যেখানে দেখা গিয়েছে একটি শালিক পাখি অবলীলায় “হরে কৃষ্ণ” নাম উচ্চারণ করছে। শুধু তাই নয়, পাখিটি তার মালিকের কথা শুনে পাল্লা দিয়ে করতে থাকে ওই নাম। এমতাবস্থায়, নেটমাধ্যমে দ্রুত ভাইরাল হতে শুরু করেছে ওই ভিডিও।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হল এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের প্রতিটি প্রান্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন মজাদার পোস্ট এবং ভাইরাল হওয়া সব ভিডিও। তবে, সেই সব ভিডিওগুলির মধ্যে পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিকেই দেখতে পছন্দ করেন সবাই। কারণ, সেগুলির অকৃত্রিম সব আচরণ খুব সহজেই জয় করে নেয় নেটিজেনদের মন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে? সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি শালিক পাখিকে “হরে কৃষ্ণ” উচ্চারণ করতে বলছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির কথা মত পাখিটিও অনায়াসে ওই নাম করে চলেছে। শুধু তাই নয়, পাখিটি বারংবার “হরে কৃষ্ণ” উচ্চারণ করতে থাকে। মূলত, একটি বাড়ির মধ্যেই এই ভিডিওটি রেকর্ড করা হয়। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

এদিকে, এই ভিডিও দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন নেটিজেনরা। শালিক পাখিও যে, এইভাবে কথা বলতে পারে সেটা জেনেই মূলত চমকে গেছেন সবাই। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা এবং লাইক। এছাড়াও, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। সর্বোপরি, ওই পাখিটি যেভাবে কৃষ্ণ নাম করছে তা দেখে ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর